ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে কাদা ছোঁড়াছুঁড়ি তৃণমূল-বিজেপির

সোমবার বিধানসভা পরবর্তী হিংসা মামলার শুনানি শুরু হল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। এদিন বিজেপি পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ,…

সোমবার বিধানসভা পরবর্তী হিংসা মামলার শুনানি শুরু হল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে।

এদিন বিজেপি পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, প্রায় ৩০০টি অভিযোগ দাখিল হওয়ার পরেও পুলিশ কিছু করেনি।বেশিরভাগ থানাই কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাদের অধিকার আছে তারা যাতে নিজেদের বাড়িতে ফিরতে পারে।কিন্তু কিছু করা হয়নি।

এর পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় বলেন আবেদনকারীর দাবি সম্পূর্ন ভিত্তিহীন।

ফের বিজেপি পক্ষের আইনজীবীর অভিযোগ, রাজ্য বার বার বলছে এই সমস্ত লোকজনের কোনো খোঁজই নেই। তাদের ফোন নাম্বার ভুয়ো।এসব বলে পুলিশ আসলে এড়িয়ে যাচ্ছে। কিছুই করছে না।
এদিন প্রধান বিচারপতি বিজেপির আইনজীবী র কাছে জানতে চান যে কোন কোন জায়গায় এমন ঘটনা চলছে?

প্রশ্নের জবাবে বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা জানান বর্ধমান, বীরভূম সহ সব জেলাতেই এই ঘটনা ঘটেছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানিয়েছেন সিবিআই এর পক্ষ থেকে তদন্তের চতুর্থ রিপোর্ট আদালতে জমা করা হয়েছে।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে জানতে চান সিবিআই তদন্তের কি অবস্থা? অ্যাডিশনাল সলিসিটর জেনারেল উত্তরে জানান তদন্ত চলছে এখনো। বিজেপির আইনজীবী তথ্য দিয়ে জানান ৩০৩ জনের মধ্যে ৯১ জনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ১৬৪ জন ঘরছাড়া।