Anis Khan: সিটের তদন্তে প্রভাবিত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

ছাত্রনেতা আনিস খান হত্যা মামলা নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার আনিস খানের রহস্যমৃত্যুতে এস আই টির তদন্তে নতুন কোনো অগ্রগতি নেই বলে আদালতে…

ছাত্রনেতা আনিস খান হত্যা মামলা নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার আনিস খানের রহস্যমৃত্যুতে এস আই টির তদন্তে নতুন কোনো অগ্রগতি নেই বলে আদালতে জানিয়েছে আনিসের পরিবার।

এদিকে ফরেন্সিক রিপোর্ট ছাড়া তদন্তের অগ্রগতির সম্ভব নয় বলে হাইকোর্টে জানালেন রাজ্য সরকারের পক্ষ থেকে। পরিবারের পাশাপাশি আনিস খান এর রহস্য মৃত্যুর ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিমের নতুন কোনো অগ্রগতি হয়নি হাইকোর্টে জানালো রাজ্য সরকার। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী আমিতেষ ব্যানার্জী বলেন, ‘ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত তদন্ত এগোনো যাচ্ছে না। হায়দ্রাবাদ থেকে যতক্ষণ না পর্যন্ত মোবাইল ফোনের তথ্য আসছে ততক্ষণ তদন্তের অগ্রগতি করা সম্ভব হচ্ছে না।’

অন্যদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, রিপোর্টে কিছুই নেই। শুধু আদালতের নির্দেশ মতো কি হয়েছে সেটা বলা আছে। কারা জড়িত তাদের নাম নেই।’ সোমবার সরকারি আইনজীবীকে বিচারপতি রাজা শেখর মান্থার প্রশ্ন করেন যে FSL & CFL রিপোর্ট ১ মাসের মধ্যে সম্ভব?

আদালতের নির্দেশ আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাকে FSL ও CFL রিপোর্ট জমা করবে। এদিন জানানো হয়েছে, সিটের তদন্তে কোনওরকম ভাবেই হস্তক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ১৮ই এপ্রিল।