অর্জুনকে রুখতে বিজেপি পাঠাচ্ছে শুভেন্দুকে

দীর্ঘ জল্পনার পর রবিবার তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)৷ অর্জুনের তৃণমূলে যাত্রার পরেই তড়িঘড়ি বৈঠকে বসেবিজেপি নেতৃত্ব৷ বৈঠকে অর্জুন গড়ের দায়িত্ব…

Suvendu Adhikari

দীর্ঘ জল্পনার পর রবিবার তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)৷ অর্জুনের তৃণমূলে যাত্রার পরেই তড়িঘড়ি বৈঠকে বসেবিজেপি নেতৃত্ব৷ বৈঠকে অর্জুন গড়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)৷ বিজোপি সূত্রের খবর, ২৫ মে সাংগঠনিক বৈঠকের নেতৃত্ব দেবেন শুভেন্দু। সেইসঙ্গে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দুকেই৷

বিজেপি সূত্রে খবর, অর্জুন সিংয়ের দলবদলে কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। তাই ওই এলাকার কর্মীদের মনোবল চাঙ্গা করতে অর্জুন গড়ে বৈঠক করবেন শুভেন্দু৷ দলের নিচুতলার কর্মীদের পাশে বিজেপি নেতৃত্ব রয়েছে, সেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন মুরলীধর সেন লেনের নেতারা।

নিউটাউনে অভিজাত হোটেলের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য সহ অন্যান্য নেতারা। সেখানেই অর্জুনের ছেড়ে যাওয়া জায়গায় শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২৫ মে সাংগঠনিক বৈঠকের পর ব্যারাকপুরের দায়িত্ব নেবেন শুভেন্দু।

এমনিতেই দুই সাংসদ খুইয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কড়া প্রশ্নের মুখে রাজ্য নেতৃত্ব৷ দলকে পুনরায় উজ্জীবিত করতে এদিন বৈঠকে বসেন শীর্ষ নেতারা। অর্জুন চলে যাওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে দেখছে তাঁরা। ব্যারাকপুরে গড় ধরে রাখতে অর্জুনের বিকল্পে শুভেন্দুকেই বেছে নিল গেরুয়া শিবির।