সপ্তাহের প্রথম দিনেই বিপাকে নিত্যযাত্রীরা, উল্টোডাঙা থেকে বন্ধ চারটি রুটের অটো

সপ্তাহের প্রথম দিনেই উল্টোডাঙা থেকে চারটি রুটে অটো পরিষেবা বন্ধ। দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। অনেকটা পথ ঘোরানোর প্রতিবাদে অটো চালকরা অটো পরিষেবা বন্ধ রেখেছে। উল্টোডাঙা থেকে…

সপ্তাহের প্রথম দিনেই উল্টোডাঙা থেকে চারটি রুটে অটো পরিষেবা বন্ধ। দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। অনেকটা পথ ঘোরানোর প্রতিবাদে অটো চালকরা অটো পরিষেবা বন্ধ রেখেছে। উল্টোডাঙা থেকে বাগুইহাটি, সল্টলেকের মত জায়গাগুলিতে অটো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আর তাতেই সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা।

উল্টোডাঙা থেকে বাগুইআটি, উল্টোডাঙ্গা থেকে সল্টলেক, উল্টোডাঙা থেকে করুনাময়ী, উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট রুটের অটোগুলি বন্ধ। আর এই ঘটনার পরই বচসায় জড়িয়ে পড়ে অটোচালকদের সঙ্গে সাধারণ মানুষ। চালকেরা অভিযোগ জানিয়েছেন, অটো ভর্তি নিয়ে গেলেও ফেরার সময় ইউটার্ন দিয়ে ফিরতে হলে অনেকটা ঘুরে ফিরতে হয়। যার ফলে তাদের লাভের থেকে বেশি ক্ষতি হয়।

তারা আরও অভিযোগ জানিয়েছেন, প্রায় দেড় কিলোমিটার তাদের ইউ টান মারতে হয়। যার ফলে তারা কোনও যাত্রী পায় না এবং ক্ষতির সম্মুখীন হয়। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত জ্যাম হওয়ার কারণেই অটোচালকদের এই কথা জানানো হয়েছে। অন্যদিকে আহিরীটোলা অটোচালকেরা জানিয়েছেন, উল্টোডাঙার অটো যদি তাদের এলাকায় ঢোকে তাহলে তারা অটো চালানোর ক্ষেত্রে স্ট্রাইক দেবে। আর এই সবকিছুর মধ্যে চরম বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা।

এই সমস্যার মাঝে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ। স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে ইউনিয়নের সদস্যরা। চালকরা অভিযোগ জানিয়েছেন, পুলিশ বলে দিয়েছে যে মুচি পাড়ার দিক দিয়ে গাড়ি ঘোরাতে হবে। কিন্তু সমস্যায় নিত্যযাত্রীরা এবং অটোচালকদের পড়তে হচ্ছে। একদিকে আগুন বাজার। দ্রব্যমূল্যের দাম অত্যাধিক। গ্যাসের দাম আকাশছোঁয়া। তার মধ্যে খালি গাড়ি নিয়ে বারবার এদিক ওদিক ঘুরে আসতে গেলে সময় যেমন যাচ্ছে, খরচও তেমনি বাড়ছে।