কাঁথিতে শুভেন্দু গোল্লা পেয়ে এবার অর্জুনের গড়ে সাংগঠনিক পরীক্ষা দেবেন

রাজ্য বিজেপিতে প্রবল সাংগঠনিক সংকট। তড়িঘড়ি বৈঠক করে সদ্য দলত্যাগী অর্জুন সিংয়ের সংসদীয় এলাকা ব্যারাকপুরে সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।…

Suvendu Adhikari

রাজ্য বিজেপিতে প্রবল সাংগঠনিক সংকট। তড়িঘড়ি বৈঠক করে সদ্য দলত্যাগী অর্জুন সিংয়ের সংসদীয় এলাকা ব্যারাকপুরে সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

তৃণমূল শিবিরের কটাক্ষ, কাঁথিতে হেরে শুভেন্দু এবার ব্যারাকপুরে গোল্লা পাবে। সিপিআইএম নেতারা বলছেন, অর্জুন সিংয়ের দলবদল বলে দিচ্ছে শুভেন্দু যে করেই হোক তৃণমূল কংগ্রেসে ফিরবেন। আদৌ ব্যারাকপুর ও ভাটপাড়ায় শুভেন্দু মাটি পাবেন কিনা। তাও চর্চার বিষয়।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের সর্বশেষ ভোট পুর নির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছে। রাজ্যের অন্যত্র যেমন পুরভোটে বিজেপি নেমেছে তৃতীয় স্থানে তেমনই হাল ব্যারাকপুরে। পুরভোটের সময় বিজেপিতে থাকলেও অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তেমন কিছু করতে পারেননি।

পুরভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুরভোটে সর্বত্র তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। অভিযোগ, রিগিং করেই জয়ী হয় শাসকদল। তবে ভোটে বিরাট বাম উত্থান হয়েছে। সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিউ নেত্রী গার্গী চ্যাটার্জির নেতৃত্বে। এই অঞ্চনেও পুরভোটে সিপিআইএম হয় দ্বিতীয়। খোদ সাংসদ অর্জুন সিং কোনওভাবেই বিজেপিকে তেমন কিছু দিতে পারেননি। তাঁর নিজ এলাকা ভাটপাড়া পুরসভায় তৃণমূল কংগ্রেস জয়ী।

পরিস্থিতি বুঝে ফের তৃণমূল কংগ্রেসে ফিরেছেন অর্জুন সিং। ব্যারাকপুর সহ পুরো রাজ্যে বিজেপি একেবারেই নিশ্চিহ্ন হতে চলেছে বলেই তার বিশ্লেষণে উঠে আসছে। অর্জুনের দাবি, রাজ্যের সবকটি লোকসভা আসন পাবে তৃণমূল কংগ্রেস।

এদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে চাপানোর পর বিশ্লেষণে আসছে, পুরভোটে বিরোধী দলনেতার নিজের এলাকা পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভাটিও তৃণমূল দখল করেছে।কাঁথিতে পরাজিত অধিকারী পরিবার। বিজেপি জেলার নেতারা বলছেন, কাঁথিতে পরাজয়ের পর শুভেন্দু কোনওভাবেই এলাকায় স্বচ্ছন্দ রাজনীতি করতে পারছেন না। প্রশ্ন উঠছে তিনি কি করে ব্যারাকপুর সামলাবেন