AC Milan : ১১ বছর পর ইতালির লিগ খেতাব জিতল মিলান 

জমজমাট হয়ে উঠেছিলো ইতালির লিগের লড়াই।খেলা গড়ালো শেষ ‘ম‍্যাচ ডে ‘ অবধি,এবার খেতাব জয়ের অন‍্যতম দুই দাবীদার ছিলো ইতালির দুই মিলান। যদিও শেষ হাসি হাসলো…

জমজমাট হয়ে উঠেছিলো ইতালির লিগের লড়াই।খেলা গড়ালো শেষ ‘ম‍্যাচ ডে ‘ অবধি,এবার খেতাব জয়ের অন‍্যতম দুই দাবীদার ছিলো ইতালির দুই মিলান। যদিও শেষ হাসি হাসলো এসি মিলান (AC Milan), দীর্ঘ ১১ বছর পর ইতালির লিগ জিতলো তারা।

শেষ মরশুমে অধিকাংশ সময় লিগ শীর্ষে থাকলেও শেষ অবধি লিগ জিততে পারেনি মিলান,খেতাব জিতেছিলো ইন্টার।কিন্তু এবার পরিস্থিতি ছিলো খানিকটা ভিন্ন,দলের অন‍্যতম স্ট্রাইকার লুকাকু এবং কোচ কন্তে ক্লাব ছাড়ায় খানিকটা চাপ পরে গেলেও, পরবর্তী সময়ে পরিস্থিতি দারুণ ভাবে সামাল দিয়েছিলো,এমনকি এই মরশুমে নিজেদের লিগ জয়ের অন‍্যতম দাবীদার করে তুলেছিলো ইন্টার,যদিও এবার শেষ হাসি হেসেছে এসি মিলান।

   

অন্তিম ম‍্যাচ ডে’র দিন ইন্টারের থেকে দুই পয়েন্ট এগিয়ে ছিলো এসি মিলান।সাসুয়োলের বিরুদ্ধে জিতলেই খেতাব জয় একেবারে নিশ্চিত ছিল।এমন পরিস্থিতি’র মাঝে খেতাব জিতে নিলো মিলান।ম‍্যাচের ১৭ এবং ৩২ মিনিটে জোড়া গোল করে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন অলিভিয়ের জিরু।এরপর ৩৬ মিনিটে ফ্রাঙ্ক কেসিয়ে’র গোলে লিগ জয় নিশ্চিত করে এসি মিলান।

অন‍্যদিকে ঘরের মাঠে সাম্পদোরিয়ার বিরুদ্ধে ৩-০ ব‍্যবধানে জিতলেও ,খেতাব ডিফেন্ড করা হলো না ইন্তার’কে,কারণ এসি মিলান ম‍্যাচ জিতে যাওয়ায়।৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করলো ইন্টার।