Suvendu Adhikari: আলাদা চাই উত্তরবঙ্গ, এবার দাবি বিরোধী দলনেতা শুভেন্দুর

রাজ্য ভাগের দাবিতে প্রবল সরব বিজেপি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুললেন। এর আগে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ…

রাজ্য ভাগের দাবিতে প্রবল সরব বিজেপি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুললেন। এর আগে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ এমনই দাবির পক্ষে সওয়াল করেছেন।

শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি জানালেন তিনি। শুক্রবার জলপাইগুড়ির (Jalpaiguri) ময়ানগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দল রাজ্য ভাগের দাবিতে সরব হলেন।

শুক্রবার সকালে দার্জিলিংয়ের বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত হন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গকে একটি দুর্নীতিমুক্ত রাজ্য তৈরী করার।তাই আমরা এক বৃহৎ আন্দোলনে নামবো।এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মুসলমানদের তোয়াজ করে চলতে চলতে উনি কলকাতাকে পাকিস্তান করে নিতে চাইছেন। এটা আমরা কোনওমতেই হতে দেবো না।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ চরম দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বাংলাতে এই অবস্থা চলছে বহুদিন থেকেই। তাই আমরা এই সব তৃণমূল কংগ্রেসের অত্যাচার বন্ধ করে দেব। বাংলাতে আর তৃণমূল কংগ্রেসের আধিপত্য থাকবে না।তাই আমরা দাবি জানাচ্ছি যাতে পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া হয়।

এর আগে পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এরপর পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছিলেন মালতি রাভা সহ একাধিক বিজেপি বিধায়করা। আর ২ মে থেকে একটানা স্কুল ছুটি ঘোষণার বিপক্ষে গিয়ে পৃথক উত্তরবঙ্গের দাবিতে সওয়াল করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবার শুভেন্দু মুখে একই উবাচ।