‘এক ব্যক্তি এক নীতি’ বিতর্কে উত্তাল তৃণমূলের অন্দর

তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতির জেরে দলের অন্দরেই দুটি ভাগ হয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকেই শাসক দলের একাধিক নেতার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টার দেখা…

TMC logo with flowers in the background

তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতির জেরে দলের অন্দরেই দুটি ভাগ হয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকেই শাসক দলের একাধিক নেতার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টার দেখা গিয়েছে। এই বিতর্ক ঘিরে এবার প্রচারের পাল্টা প্রচার শুরু হয়েছে। তীব্র মমতাপন্থী নেতারা ‘শেষ কথা দিদি বলবে’-এর সুর তুলেছে। শনিবার পুরভোটের আগে এই বিতর্ক কি রূপ নেবে সেটাই দেখার।

শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের টুইটার হ্যান্ডেলের কভার পিকে বিতর্কিত পোস্টার দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তা বদলে ফের মুখ্যমন্ত্রীর মুখ চলে আসে। চন্দ্রিমা দাবি করেন, তিনি পোস্ট করেননি। তাঁর টুইটার আইপ্যাক নিয়ন্ত্রণ করে। বিনা অনুমতিতে পোস্ট করা হয়েছে। 

তৃণমূলের এই নেত্রীর অভিযোগের জবাব দিয়েছে আইপ্যাক। টুইটারে তারা জানিয়েছে, তৃণমূলের টুইটার আইপ্যাকের নিয়ন্ত্রণে নয়। কেউ এই ধরনের দাবি করলে তা সম্পূর্ণ ভুল। 

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী খোদ এই নীতির সমর্থনে নেই। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা। দলের স্বার্থে নতুন নীতি তৈরি করবেন তিনি।