দুর্যোগের রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া হবু শিক্ষকদের ফেরাল পুলিশ

মুখ্যমন্ত্রীর (Chief Minister) আশ্বাসের পরেও হয়নি চাকরির সমাধান। দীর্ঘ আন্দোলনের মাঝেই শনিবার দুর্যোগের রাতেই মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হন শরীরশিক্ষা এবং কর্মশিক্ষার…

মুখ্যমন্ত্রীর (Chief Minister) আশ্বাসের পরেও হয়নি চাকরির সমাধান। দীর্ঘ আন্দোলনের মাঝেই শনিবার দুর্যোগের রাতেই মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হন শরীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরীপ্রার্থীরা৷ পরে ডিসি সাউথ আকাশ মগারিয়ার কথায় সরে আসেন তাঁরা।

Advertisements

ঈদের দিন সকালেই শহিদ মিনারের সামনে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে ডিসি সাউথের ফোন মারফত কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন, তাঁদের বিষয়টি তিনি নিজে দেখবেন।

   

কিন্তু তা হয়নি বলে অভিযোগ হবু শিক্ষকদের। সেকারণেই শনিবার কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা নেয় চাকরি প্রার্থীরা। পরিস্থিতি আগে থেকেই নিয়ন্ত্রণে আনতে ধর্মতলা চত্বরে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন আকাশ মগারিয়া।

চাকরি প্রার্থীদের তরফে জানানো হয়েছে, রাত্রি ১ টা ১৫ নাগাদ আমাদের ডিসি সাউথ জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিতে আন্দোলনে নামতে হবে কেন? তিনি নিজে প্রথম থেকে বিষয়টি দেখছেন। চাকরি প্রার্থীদের নিরাপদে থাকার জন্য আবেদন জানা তিনি। পুলিশের তরফে আশ্বাস মেলার পরেই পিছিয়ে আসে চাকরি প্রার্থীরা।

আন্দোলনকারী হবু শিক্ষকদের বক্তব্য আমরা ২০১৯ সাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দিদি জানিয়েছিলেন ১৬০০ টি আসন বাড়ানো হবে৷ কিন্তু এখনও তা হয়নি। কেউ আমাদের সঙ্গে কথা বলতে আসেনি। দুর্যোগের রাতে যে কোনও মুহুর্তে বিপদ হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসির নিয়োগের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ৫,২৬১ টি পদে নিয়োগের কথা ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে ১৬০০ টি পদে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা পদে নিয়োগের কথা জানান তিনি৷ দুই সপ্তাহ কেটে যাওয়ার পরেও কেন সমস্যার সমাধান হচ্ছে না? এই প্রশ্ন তুলে পথে নামলেন আন্দোলনকারী হবু শিক্ষকরা৷