বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে পড়ল আপত্তিকর পোস্টার

বিশ্বভারতী (Visva-Bharati) নিয়ে জল ঘোলা কম হয়নি। এবার সেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তীর বিরুদ্ধে পড়ল কুরুচিকর পোস্টার। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্ত এই…

Visva Bharati

বিশ্বভারতী (Visva-Bharati) নিয়ে জল ঘোলা কম হয়নি। এবার সেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তীর বিরুদ্ধে পড়ল কুরুচিকর পোস্টার। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপকের বিরুদ্ধে।

অভিযুক্ত এই ৩ জন অধ্যাপক হলেন ওড়িয়া বিভাগের সহকারি অধ্যাপক শরৎকুমার জেনা, রসায়ন বিভাগের অধ্যাপক বিধান বাগ এবং সঙ্গীত ভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক শ্রুতি বন্দ্যোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতে ওই তিন অধ্যাপককে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, গত ২ মার্চ অধ্যাপক উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন চলছিল। সেই সময় অবমাননার পোস্টার দেখা যায় এই তিন অধ্যাপকের হাতে। মূলত সেই কারণে তাদের শোকজ করা হয়েছে। এর আগেও গত ১০ মে আরও তিনজন অধ্যাপককে শোকজ করা হয়েছিল। তাদের তিন দিনের মধ্যে উত্তর জানতে বলা হয়েছিল।

এমনকি মার্চ মাসে ছাত্রদের বিক্ষোভের মাঝে এই তিন অধ্যাপককে যোগ দিতে দেখা গিয়েছিল। এছাড়াও দুর্ব্যবহার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে বিশ্বভারতীর এক অধ্যাপককে গ্রেফতার করেছিল পুলিশ। তিন অধ্যাপকের শোকজের বিষয়ে সন্তুষ্ট নয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই বিষয়ে পড়ুয়ারা ফের একবার বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।