SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে CBI জেরা শেষে ছাড় পার্থকে

শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় টানা জেরার পর সিবিআই (CBI) ছাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যে তৃ়ণমূল কংগ্রেস সরকারে আসার পর যতগুলি দুর্নীতি হয়েছে…

শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় টানা জেরার পর সিবিআই (CBI) ছাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

রাজ্যে তৃ়ণমূল কংগ্রেস সরকারে আসার পর যতগুলি দুর্নীতি হয়েছে তার অন্যতম এসএসসি নিয়োগ দুর্নীতি। পার্থ বাবুকে জেরা করায় রাজ্য সরগরম। হাইকোর্টের নির্দেশের পর পার্থবাবু ডিভিশন বেঞ্চে আপিল করেন। কিন্তু আপিল মঞ্জুর হয়নি। 

তবে পার্থ চট্টোপাধ্যায়ের দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিতে রাজি নয়। দলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, কোনও ব্যক্তি বা কারোর কাজে যদি ছাত্রছাত্রীদের ক্ষতি হয়ে থাকে, তাহলে আইন আইনের পথে চলবে। এর জন্য দল এবং সরকারকে দায়ি করা চলবে না। তাঁর মন্তব্য থেকে ইঙ্গিত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর উপর থেকে হাত তুলে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রায়ের এসএসসির সমস্ত নিয়োগ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ উঠে যায়। এরপরেই বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।