HomeWest BengalNorth BengalTMC: সংখ্যালঘু ভোট পুনরুদ্ধারে মালদায় মমতা-অভিষেকের অভিযান

TMC: সংখ্যালঘু ভোট পুনরুদ্ধারে মালদায় মমতা-অভিষেকের অভিযান

- Advertisement -

মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে শাসক দলের পরাজয়ের পর থেকে একের পর জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃ়ণমূল (TMC) ভোট ব্যাংকে চিড় ধরেছে। এর মাঝে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে প্রকাশ্যে গণভোটের ব্যালট লুঠের একের পর এক ঘটনায় তীব্র বিতর্ক। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে শুধু অভিষেকে ভরসা না রেখে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে নবজোয়ার নিয়ে মালদায় উপস্থিত হচ্ছেন অভিষেক। অন্যদিকে, একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মালদার প্রতিবেশি জেলা মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূলের হার একেবারেই সহজভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। সাগরদিঘিতে হারের পরেই দলের সংখ্যালঘু সেলের নেতাদের বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

   

কীভাবে হারানো ভোট পুনরায় উদ্ধার করা যায় সেবিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। উঠে আসে মালদার গোষ্ঠিবাজি প্রসঙ্গ। জানা যাচ্ছে মালদায় দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিতে চান মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মালদায় অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে বিশৃঙ্খলার সম্ভাবনা আছে বলছেন জেলা তৃণমূল নেতাদের একাংশ।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular