Mohammedan SC: মহামেডান স্পোর্টিং ক্লাবের নয়া তাঁবুর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

বর্তমানে ফুটবল খেলার পারফরম্যান্সের নিরিখে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কিছুটা এগিয়ে থাকলেও ক্লাব তাঁবুর সৌন্দর্যের দিক থেকে মোহন-ইস্টকে পিছনে ফেলে এবার অনেকটাই এগিয়ে গিয়েছে সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড।

Mamata Banerjee Inaugurates New Tent at Mohammedan SC

বর্তমানে ফুটবল খেলার পারফরম্যান্সের নিরিখে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কিছুটা এগিয়ে থাকলেও ক্লাব তাঁবুর সৌন্দর্যের দিক থেকে মোহন-ইস্টকে পিছনে ফেলে এবার অনেকটাই এগিয়ে গিয়েছে সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড। তাদের হাত ধরেই এবার শহরের বুকে গড়ে উঠেছে এক টুকরো লর্ডস। আসলে লর্ডসের ব্যালকনির আদলে সেজে উঠছে মহামেডান স্পোর্টিং ক্লাব চত্বর। আর এবার সেই অভিনব ক্লাব তাঁবুর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময়েই নাকি ক্লাবে আসবেন তিনি।

গত মরশুমে ক্রিকেট দলের ক্ষেত্রে সাফল্য আসলেও ফুটবল খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি দল। ডুরান্ড কাপের পাশাপাশি আইলিগে হতশ্রী পারফরম্যান্স করার পর সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ও গোকুলাম কেরালা এফসির কাছে বাজে ভাবে পরাজিত হয় সাদা-কালো ব্রিগেড। এছাড়াও রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে জয়ের সরনীতে ফিরে পরবর্তী রাউন্ডে স্থান করে নিয়েছে ছোটরা। এখন তাদের দিকেই তাকিয়ে সবাই। তাছাড়া ক্লাবের পরিস্থিতি ও খুব একটা সুবিধের নয়। নিজের লগ্নিকারী সংস্থাদের সঙ্গে ক্রমশই তিক্ততা বাড়ছে দলের সাবেক কর্তাদের।

এসবের মাঝেই এবার ক্লাবের এই অভিনব তাঁবুর উদ্বোধনের প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব কর্তা বিলাল খান বলেন, পরিকল্পনা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই ক্লাব তাঁবুর উদ্বোধন হবে। তবে এখনি সবকিছু বলা সম্ভব নয়। কারন এখনো পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। তবে এই মাসের মধ্যেই তাঁবুর উদ্বোধন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  পূর্বে ময়দানের দুই প্রধানের অনুষ্ঠানে থাকতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কে। এবার ময়দানের আরেক প্রধানের অনুষ্ঠানে ও থাকবেন তিনি।

বলাবাহুল্য, চেনা ছন্দের থেকে বেড়িয়ে এসে এবার নয়া পরিকল্পনার মাধ্যমে অভিনব রূপ পেয়েছে রেড রোডের এই ক্লাব তাঁবু। পুরোনো সমস্ত কিছুর বদল ঘটিয়ে সেজে উঠছে ক্লাব। আগেই সাজানো হয়েছে গোটা মাঠ। তাতে প্রবেশের জন্য বানানো হয়েছে টানেল। এছাড়াও ক্লাবের ভিতরে বানানো হয়েছে নতুন ড্রেসিং রুম, মিটিং রুম, কনফারেন্স রুম। এছাড়াও কোনো উৎসব কিংবা সেলিব্রেশনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তবে সকলেরই আকর্ষণ ক্লাবের সেই ব্যালকনি।