TMC: অভিষেকের নির্দেশ শিকেয় তুলে মঞ্চে ব্যালট নিয়ে মারামারি তৃণমূল নেতাদের

এ যেন নিয়ম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। দলীয় (TMC) কর্মীদের ভদ্র সভ্য হয়ে চলার বার্তা দেবেন। তারপর তিনি ভালো প্রার্থীর জন্য গণভোট শুরু করে মঞ্চ থেকে নেমে যাবেন।

Abhishek banerjee,

এ যেন নিয়ম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। দলীয় (TMC) কর্মীদের ভদ্র সভ্য হয়ে চলার বার্তা দেবেন। তারপর তিনি ভালো প্রার্থীর জন্য গণভোট শুরু করে মঞ্চ থেকে নেমে যাবেন। তিনি কিছুদূর যেতেই শুরু হবে মঞ্চ জুড়ে হামলা। নিজ নিজ গোষ্ঠির সমর্থক নিয়ে নেতারা পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়বেন। কোচবিহার থেকে শুরু হওয়া তৃনমূলের নবজোয়ার কর্মসূচির যে ধারা চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায় তার ব্যতিক্রম হলনা।

তৃণমূলের নবজোয়ার অনুষ্ঠানে এবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে চরম বিশৃঙ্খলা। ব্যালট কেড়ে নিতে মঞ্চ জুড়ে লাফালাফি ও মারামারি শুরু হয়। পছন্দের প্রার্থীর নাম লেখা নিয়ে শুরু হয় গন্ডগোল । প্রায় মিনিট দশেক ধরে নেতা-কর্মীদের মধ্যে চলে তুমুল হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় র‍্যাফ।               

হরিরামপুরের ঘটনায় রীতিমত ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসাথে বিড়ম্বিত। উত্তরবঙ্গে যতগুলি সভা করেছেন সবেতেই বিশৃঙ্খলা চরমে। তারমধ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আবদূল করিম চৌধুরীর বিদ্রোহ চরমে। তিনি দলত্যাগ বার্তা দিয়েছেন।

বিরোধীদের কটাক্ষ, পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের ভোট লুঠের প্রশিক্ষণ দিচ্ছেন অভিষেক। যেভাবে ব্যালট কাড়াকাড়ি চলছে তাতে আসল ভোটের সময় কী হবে তার আন্দাজ মিলছে।