Suvendu Adhikari: তৃণমূল-সরকারের বর্ষপূর্তিকে বাংলার কালো দিন বলে কটাক্ষ শুভেন্দুর

আজ, মঙ্গলবার তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে টুইট করে কড়া আক্রমণ করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

BJP leader Suvendu Adhikari

২ মে তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার বাংলায় সরকার গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আজ, মঙ্গলবার তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে টুইট করে কড়া আক্রমণ করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

টুইটে উঠে এসেছে ভোট পরবর্তী হিংসার কথা। তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দলে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। এটা বাংলার কালো দিন বলে তিনি উল্লেখ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার টুইটের পাল্টা উত্তর দেননি কোনও নেতা।  উল্লেখ্য, আজ তৃণমূল কংগ্রেসের কাছে একটা ঐতিহাসিক দিন। বাংলার মানুষের বিপুল সমর্থনে হ্যাট্রিক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

   

তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে টুইট করে লিখেছেন, ‘‌২০২১ সালের ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট পরবর্তী ভয়াবহ হিংসা এবং সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে। এখন আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল।

বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না। তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।’‌

উল্লেখ্য, এখন রাজ্যজুড়ে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানের এক জনসভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের লক্ষ্মী বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ।