Cooch Behar: দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল, রক্তাক্ত অঞ্চল সভাপতি

ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত কোচবিহারের (Cooch Behar) দিনহাটা৷ ভেটাগুড়িতে তৃণমূল কার্যালয়ে হামলা৷ তীর বিদ্ধ অঞ্চল সভাপতি। কে বা কারা কী কারণে হামলা চালাল তা…

tmc anchal president injured in Cooch Behar vetaguri

ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত কোচবিহারের (Cooch Behar) দিনহাটা৷ ভেটাগুড়িতে তৃণমূল কার্যালয়ে হামলা৷ তীর বিদ্ধ অঞ্চল সভাপতি। কে বা কারা কী কারণে হামলা চালাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৩ লক্ষ টাকা দিয়ে ড্রাইভার চাকরি! TMC-BJP আকচা আকচি

   

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনা দিনহাটা ১নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর তৃণমূলের অঞ্চল কার্যালয়ে। তীর বিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মন। তাঁকে রক্তাক্ত অবস্থায় দিনহাটা হাসপাতলে ভর্তি করা হয়েছে । ঘটনায় আহত আরও বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ভেটাগুড়ি এলাকায়।

আরও পড়ুন: মুড়ি রাজনীতি: রাষ্ট্রপতির শপথ মুহূর্তে মুড়ি প্রতিবাদে TMC

ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দিনহাটা থানার পুলিশ৷ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অফিসাররা। কী কারণে এই ঘটনা ঘটেছে? তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা৷

আরও পড়ুন: SSC Scam: বিপুল বেআইনি টাকা, সোনা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার, গ্রেফতার TMC মহাসচিব পার্থ

ঘটনার পরে আহতদের সঙ্গে দেখা করতে করতে দিনহাটা মহকুমা হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল৷

আরও পড়ুন: TMC: যদি সিপিএমের বিকাশবাবু আইনি পথ নেন…তৃণমূলে ‘রসগোল্লা আতঙ্ক’

এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন- “বিজেপির সাংগঠনিক অবস্থা এতটা সবল হয়নি যে ভেটাগুড়িতে ওদের পার্টি অফিসে আক্রমণ করবে। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল।”