CFL: প্রিমিয়ার ডিভিশনের প্রথম দিনেই হ্যাটট্রিক, ল্যাজে গোবরে পঙ্কজ মৌলারা

শুরু হয়ে গেল কলকাতা ফুটবল লিগের (CFL) প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ। প্রথম দিনেই জমজমাট খেলা। হল হ্যাটট্রিক। দারুণ ছন্দে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।  মঙ্গলবার বৃষ্টির কারণে বারংবার…

United Sports scores five goals against peerless

শুরু হয়ে গেল কলকাতা ফুটবল লিগের (CFL) প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ। প্রথম দিনেই জমজমাট খেলা। হল হ্যাটট্রিক। দারুণ ছন্দে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।  মঙ্গলবার বৃষ্টির কারণে বারংবার ব্যাহত হয়েছে কল্যাণীর মাঠে আয়োজিত ম্যাচ। তার মধ্যেও নির্ধারিত সময় পর্যন্ত বল গড়িয়েছে মাঠে। মাঠে বৃষ্টি ধারার মতোই হল গোলের পর গোল। পাঁচটি গোল করল ইউনাইটেড স্পোর্টস। একটি গোল পিয়ারলেসের। ম্যাচের প্রথমে লিড নিয়ে নেওয়ার ফলে ইউনাইটেড স্পোর্টস ফুটবলারদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। ক্রমে ব্যবধান বেড়ে হয়েছিল ২-০।

আরও পড়ুন: CFL: তারক হেমব্রমের থ্রু পাস দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা

   

আগ্রাসী ইউনাইটেডের বিপক্ষে ক্রমে চাপে পড়তে শুরু করে পিয়ারলেস। পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও জমাট বাঁধেনি খেলা। জামশেদ নাসিরিকে টেকনিক্যাল ডিরেক্টর করে অনুশীলন শুরু করেছিল ক্লাব। প্রস্তুতি ম্যাচে দল জিতেওছিল। দলে রয়েছেন পঙ্কজ মৌলার মতো ময়দানের পরীক্ষিত খেলোয়াড়। কিন্তু এদিনের খেলার তার কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন: CFL : ভালো দলের হাত ধরে ফের উঠে আসতে চাইছেন পঙ্কজ মৌলা

পিয়ারলেসের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ইউনাইটেডের বিদেশি ফুটবলার ডেভিস। নবাগত অপর বিদেশি ট্যুরে একটি গোল করেছেন। বাসুদেব মান্ডিও বিপক্ষের জালে বল পাঠিয়েছেন। এদিন ডেভিস হ্যাটট্রিক করলেও প্রচারের আলো চলে গিয়েছিল বাসুদেবের ওপর। উনি আজকে যে খেলাটি খেলেছেন সেটা এক কথায় অনবদ্য। গোলটাও তেমন! মনে রাখার মতো। ম্যাচ শেষ হয় ৫-১ গোলে। পিয়ারলেসের হয়ে একটি মাত্র গোল প্রতাপের।