Suvendu Adhikari: শুভেন্দুর তালিকায় ১০০ জন কারা? আতঙ্কিত তৃণমূল

দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, নিয়োগ দুর্নীতিতে যুক্ত অন্তত ১০০ জনের নামের তালিকা অমিত…

Shuvendu Adhikari made controversial remarks about Chief Minister Mamata Banerjee

দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, নিয়োগ দুর্নীতিতে যুক্ত অন্তত ১০০ জনের নামের তালিকা অমিত শাহকে দিয়েছেন তিনি৷ যার মধ্যে ৪ বিধায়কের সুপারিশপত্র দিয়েছেন তিনি৷ কিন্তু এই ১০০ জন নেতাদের মধ্যে কারা রয়েছেন? আতঙ্কিত তৃণমূল।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই৷ তদন্তে নেমে বিরাট চক্রের হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থাগুলি। তাঁদের অনুমান এজেন্টদের সঙ্গে যুক্ত রয়েছেন তৃণমূলের জেলাস্তরের নেতারাও। সেখান থেকে টাকা সরাসরি চলে যেত শিক্ষা দফতরে। এর জন্য সকলের একটা ফিক্সড রেট ছিল। ইডির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে৷ অর্পিতা মুখ্যোপাধ্যায়৷ এবার শুভেন্দুর বক্তব্যে ঘুম উড়েছে তৃণমূল নেতাদের।

জেলায় জেলায় নিয়োগ দুর্নীতির এই জাল বিছিয়ে ছিল তা ভালোমতো আন্দাজ করতে পারছে৷ তদন্তকারী অফিসাররা৷ সেকারণেই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের বহু নেতারা এখন পলাতক৷ একের পর এক নেতাদের নাম জড়াচ্ছে ক্রমশ৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করে আরও এক তালিকা তৈরি করছে ইডি৷ তার আগে শুভেন্দুর তালিকা নিয়ে আতঙ্কে ভুগছেন তৃণমূল নেতারা।

তৃণমূল সূত্রে খবর, অনেকেই চাইছেন সবটা খোলসা করে বলে দিতে। আবার কেউ চাইছেন অভিযোগ এড়িয়ে যেতে। ইডি সূত্রে খবর, যেভাবে একের পর এক নেতারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাতে একাধিক নেতাদের নাম জড়ানো স্বাভাবিক৷ এই ১০০ জনের নামের তালিকা কি এখন ইডির খাতায় প্রশ্ন রাজনৈতিক মহলে৷