Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সভায় পৌঁছে দিতে থাকছে স্পেশাল বাস

কোচবিহার: চলতি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে…

কোচবিহার: চলতি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন তৃণমূল সুপ্রিমো৷ তাঁর আসার অপেক্ষায় প্রস্তুতি তুঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ মুখ্যমন্ত্রীর সভায় পৌঁছে দিতে থাকছে স্পেশাল বাস৷

কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে পৌঁছে দিতে উপভোক্তাদের জন্য থাকছে বিশেষ বাস৷ শনিবার এমনটাই জানালেন রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়৷ তিনি বলেন, ‘‘সোমবার অর্থাৎ ২৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী কোচবিহার রাসমেলার মাঠ থেকে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন৷ তাঁদের নিয়ে আসার জন্য ১২০টি বাস দেওয়া হবে৷ এছাড়াও জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাটে সভার জন্য বাস চাওয়া হয়েছে৷ সেগুলোর ব্যবস্থাও করা হচ্ছে৷’’

দু’দিনের সফরে রবিবার অর্থাৎ ২৮ জানুয়ারি কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওইদিন রাতে কোচবিহার সার্কিট হাউসে জেলার নেতাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ এরপর সোমবার দুপুরে কোচবিহার রাসমেলার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷

তৃণমূল সূত্রে খবর, ৩১ জানুয়ারি মালদহ শহরে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সভা শেষে তিনি বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেবেন৷ সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ জেলা প্রশাসন সূত্রে খবর, বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মালদহ ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর দুই জেলাতে কয়েকশো কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন৷