Siliguri: প্রশাসনের নাকের ডগা দিয়ে বেদখল হচ্ছে সরকারি জমি, হেলদোল নেই কারোর

ফের প্রকাশ্যে শিলিগুড়ি (Siliguri) শহরের সরকারি জমির খবর। একের পর এক শিলিগুড়ি শহরের সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে বলেই জানা গেল এবার। শিলিগুড়ি উন্নয়নের দিক…

Siliguri

ফের প্রকাশ্যে শিলিগুড়ি (Siliguri) শহরের সরকারি জমির খবর। একের পর এক শিলিগুড়ি শহরের সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে বলেই জানা গেল এবার। শিলিগুড়ি উন্নয়নের দিক থেকে এগিয়ে গেলেও তার যে সরকারি জমি রয়েছে তাও কিন্তু এবার বেদখল হতে শুরু করেছে বলে জানা গিয়েছে। উঠছে প্রশাসনের উপর প্রশ্ন। সরকারি জমি বেদখল হয়ে যাওয়ায় প্রশাসন কেন চুপ করে বসে রয়েছে। তাই নিয়েই বারংবার উঠছে প্রশ্ন।

সম্প্রতি বেশ কিছু ছবি সামনে এসেছিল, যেখানে দেখা গিয়েছে, এটি নির্মীয়মান ফ্লাইওভারের নিচে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জায়গা দখল। শিলিগুড়ি মেট্রোপলিটন শহরের বিভিন্ন জায়গায় সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। সেই খবর পেয়েও হেলদোল নেই প্রশাসনের। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তারা তদন্ত করছে। প্রশাসনের নজর এড়িয়ে সরকারি জমিতে তৈরি হয়ে যাচ্ছে মার্কেট। অথচ চুপচাপ রয়েছ প্রশাসন। যা নিয়ে বারংবার উঠছে প্রশ্ন।

শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, নির্মীয়মান ফ্লাইওভারের নিচে অর্থাৎ যে ফ্লাইওভারগুলি সঠিকভাবে এখনও তৈরি হয়নি, তার নিচে দোকান দিতে শুরু করে দিয়েছে অনেকে। অর্থাৎ সরকারি জমির উপর এই জায়গা দখল শুরু হয়ে গিয়েছে বর্তমানে। কিন্তু কোথায় প্রশাসন? শুধু সরকারি জমি নয়, ফুটপাত দখল করেছে বর্তমানে ব্যবসায়ীরা। কিন্তু মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ফুটপাত থেকে উঠে এখন সরকারি জমি দখল করতে ব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। আর সেখানেই নিজেদের ছোট ছোট দোকান দিয়ে ব্যবসা শুরু করেছে। যেখানে শিলিগুড়ি মেট্রোপলিটন প্রশাসনের পক্ষ থেকে বারংবার অভিযান চালিয়ে ফুটপাত থেকে সব রকম দোকান তুলে দেওয়া হচ্ছে, সেখানে ফের একবার সরকারি জমি দখল করে শুরু হল শিলিগুড়ি শহরে।