Kalinga Super Cup: ফাইনালের আগেই চোট পেলেন ওডিশার এই ফুটবলার, জানুন

রাত পোহালেই সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। একদিকে রয়েছে কলকাতা ময়দানে অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ক্লাব ও অন্যদিকে রয়েছে গতবারের বিজয়ী দল ওডিশা এফসি।…

Odisha footballer Diego Mauricio

রাত পোহালেই সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। একদিকে রয়েছে কলকাতা ময়দানে অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ক্লাব ও অন্যদিকে রয়েছে গতবারের বিজয়ী দল ওডিশা এফসি। এই টুর্নামেন্ট জিতলেই পরবর্তীতে এএফসি কাপ খেলার ছাড়পত্র উঠে আসবে জয়ী দলের কাছে। তাই কেউ যে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না তা কিন্তু বলাই চলে।

পূর্বে এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির মতো দলগুলিকে পেছনে ফেলে টুর্নামেন্টের ফাইনালে এসেছে সার্জিও লোবেরার ওডিশা। এবার সেই জয়ের ধারা বজায় রেখেই কাপ জেতার লক্ষ্য থাকবে তাদের। গতবারের তুলনায় আমূল বদল এসেছে এবারের ওডিশা দলে। লোকেরা দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক দাপুটে ফুটবল নিয়ে সেজে উঠেছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।

তাদের হাত ধরেই এবার অনবদ্য সূচনা করেছে এই দল। ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট ভালো স্থানে রয়েছে দল। এমন কি গতবারের পর এ বছরও সুপার কাপ চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে ওডিশা। এখনো টানা ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। তাই সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে তাদের। সেইমতো আহমেদ জাহু থেকে শুরু করে মুর্তাজা ফলের মতো বিদেশিদের প্রথম একাদশে রেখেই লড়াই করার লক্ষ্য থাকতে পারে দলের স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার। অন্যদিকে, সীমিত শক্তি নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন সৌভিক । অন্যদিকে, সৌভিক চক্রবর্তীকে ম্যাচের গুরু দায়িত্ব দেওয়া হলেও জাহু ও ফলদের আদৌ তিনি কতটা আটকাতে পারবেন সেই নিয়েও উঠছে প্রশ্ন।

তবে ফাইনাল ম্যাচের আগেই সমস্যা দেখা দিয়েছে ওডিশা শিবিরে। ম্যাচের আগের দিন অনুশীলন করতে গিয়ে হঠাৎই পায়ে সামান্য চোট আসে ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মরিসিওর। যার দরুন অনুশীলন করতে গিয়ে ও কিছুটা সমস্যা দেখা দেয় এই তারকার। যারফলে, কাল আদৌ তাকে মাঠে দেখা যাবে কিনা সেই নিয়েও তৈরি হয়েছে দুশ্চিন্তা। তার অনুপস্থিতি ম্যাচের রঙ যে বদলে দিতে পারে অনায়াসেই তা কিন্তু বলাই চলে।