Nitish Kumar: ‘মরব তবু ওদের সাথে যাব না’… বিজেপিকে নিয়েই বিস্ফোরক ছিলেন নীতীশ

‘মিস্টার আনপ্রেডিক্টেবল সিএম’- নীতীশ কুমার (Nitish Kumar) সম্পর্কে এমনই কথাগুলো চলে। তিনি কখন কার দিকে তা তিনি নিজেই সঠিক বলতে পারবেন না বলেই রাজনৈতিক মহলে…

Nitish Kumar: 'মরব তবু ওদের সাথে যাব না'... বিজেপিকে নিয়েই বিস্ফোরক ছিলেন নীতীশ

‘মিস্টার আনপ্রেডিক্টেবল সিএম’- নীতীশ কুমার (Nitish Kumar) সম্পর্কে এমনই কথাগুলো চলে। তিনি কখন কার দিকে তা তিনি নিজেই সঠিক বলতে পারবেন না বলেই রাজনৈতিক মহলে চর্চা। বিজেপি মহলে নীতীশ বরাবর ‘বিশ্বাসঘাতক’ আবার অ-বিজেপি মহলেও তিনি ‘বেইমান’। জোটবদলু তকমাধারী নীতীশ কুমার ফের জোট বদলের পথে। বিহারের মুখ্যমন্ত্রীকে ঘিরে শুধু পাটনার রাজনীতি নয়, পুরো লোকসভা ভোটের সমীকরণে ধাক্কা লাগছে।

INDIA জোটের নেতা হয়েই জনতা দল ইউনাইটেড প্রধান নীতীশ কুমার বলেছিলেন ‘মর জানা কবুল হ্যায়, লেকিন উনকে সাথে (বিজেপি) জানা কবুল নেহি’। অবিশ্বাসী বলে কুখ্যাত নীতীশ কুমারের ফের বিজেপি নেতৃত্বে NDA জোটেই। তিনি বলেছিলেন মরে গেলেও আর যাব না।

   

জানা যাচ্ছে, শনিবার রাতেই বিহার প্রদেশ বিজেপির তরফে দলীয় বিধায়কদের স্বাক্ষরিত সমর্থন তালিকা নীতীশ কুমারের কাছে পাঠানো হয়েছে। রবিবার সকালে চূড়ান্ত আরও এক দফা দলীয় বিধায়ক, বিধান পরিষদ সদস্য ও সাংসদদের নিয়ে বৈঠক করবেন নীতীশ কুমার। তারপরই তিনি সর্বশেষ সিদ্ধান্ত নেবেন।

Advertisements

২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ জন বিধায়ক। বিজেপির ৭৮ জন আছে। নীতীশের দল জেডিইউর আছে ৪৫ জন। গত বিধানসভা ভোটে বিজেপি জোটের হয়েই নীতীশ কুমার লড়াই করেছিলেন। আসন কম পেলেও নীতীশকেই মুখ্যমন্ত্রী পদে সমর্থন করেছিল বিজেপি। পরে জোট ভেঙে নীতীশই চলে গেছিলেন অ-বিজেপি মহাজোটে। তিনিই মুখ্যমন্ত্রী থাকেন। এবার ফের তিনি জোটবদলু।

বিধানসভায় আরজেডি ৭৯, কংগ্রেসের ১৯, বাম মোর্চা ১৬ জন। এই অ-বিজেপি জোটে একমাত্র বাম বিধায়করা অনড়। আরজেডিতেও অপারেশন লোটাস ভীতি ছড়িয়েছে। আরজেডির বিশেষ বৈঠকে যাবতীয় সিদ্ধান্ত নিতে ফের দায়িত্ব দেওয়া হয়েছে লালুপ্রসাদ যাদবকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জীতনরাম মাঞ্ঝির ‘হাম’ দলে আছেন ৪ বিধায়ক। তাদের টানতে মরিয়া মহাজোট শিবির। নির্দল ও মিম পার্টির দুই বিধায়কে মহাজোটে আনার চেষ্টা চলছে।