Terror Alert: বাংলা সহ ৫ রাজ্যে নির্বিঘ্নে ঢুকছে পাকিস্তানি-চিনারা, নাশকতার আশঙ্কা

খোলা সীমান্ত দিয়ে যখন তখন ভারতে (India) ঢুকছে পাকিস্তানি (Pakistani) ও আরও কয়েকটি দেশের নাগরিকরা। মুখায়ব দেখে প্রথমে তাদের বোঝা যাবে না। এমনই অনুপ্রবেশকারীদের নিয়ে…

Terror Alert: বাংলা সহ ৫ রাজ্যে নির্বিঘ্নে ঢুকছে পাকিস্তানি-চিনারা, নাশকতার আশঙ্কা

খোলা সীমান্ত দিয়ে যখন তখন ভারতে (India) ঢুকছে পাকিস্তানি (Pakistani) ও আরও কয়েকটি দেশের নাগরিকরা। মুখায়ব দেখে প্রথমে তাদের বোঝা যাবে না। এমনই অনুপ্রবেশকারীদের নিয়ে তীব্র উদ্বেগে ভারত সরকার। নয়াদিল্লির আশঙ্কা এই নিরীহ যাত্রীর বেশধারীদের মধ্যে জঙ্গি থাকার সম্ভাবনা একশ শতাংশ। উৎসবের আবহে নাশকতার (Terror Alert) চেষ্টা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। এমনই আশঙ্কা সহ সীমান্তে বিশেষ নজরদারির জন্য নেপাল (Nepal) সরকারের কাছে অনুরোধ জানাল ভারত।

  • সম্প্রতি কাঠমান্ডুতে ‘পাক গুপ্তচর’ বলে চিহ্নিত লাল মহম্মদ খুন হয়।
  • কালিম্পং থেকে পাক গুপ্তচর পীর মহম্মদ গ্রেফতার হয়। পীর মহম্মদের নেপালে যাতায়াত ছিল।
  • নেপাল থেকে চিনা নাগরিকরা পশ্চিমবঙ্গে ঢুকে ধরা পড়ে।
  • নেপাল লাগোয়া বিহার, সিকিম,পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে জঙ্গি তৎপরতা।

Terror Alert: বাংলা সহ ৫ রাজ্যে নির্বিঘ্নে ঢুকছে পাকিস্তানি-চিনারা, নাশকতার আশঙ্কা

বিস্তারিত খবর পড়ুন

নেপালের দীর্ঘ খোলা সীমান্ত দিয়ে পাকিস্তানি ও চিনা নাগরিকরা ভারতে ঢুকছে। ভিসা ছাড়া এই দুই দেশের নাগরিকদের ভারতে ঢোকার এক্তিয়ার নেই। অথচ নেপাল-ভারতের বিস্তির্ণ অসুরক্ষিত সীমান্ত তৈরি করছে জঙ্গি নাশকতা ঘটানোর পথ। নয়াদিল্লি ও কাঠমাণ্ডুর মধ্যে ভিসা ব্যবস্থা নেই, ফলে নেপাল থেকে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে অহরহ ঢুকছে পাকিস্তানি,চিনা সহ বিভিন্ন দেশের নাগরিকরা।

নয়াদিল্লির উদ্বেগের আরও কারণ, নেপালের সঙ্গে ১৮৫০ কিলোমিটার দীর্ঘ খোলা ও অসুরক্ষিত আন্তর্জাতিক সীমাম্তে পাকিস্তানি ও চিনা নাগরিকদের অহরহ ভারতে ঢুকে পড়া। এই নেপাল সীমান্ত দিয়েই ভারতে নাশকতা ঘটানোর বড়সড় পরিকল্পনা করেছে বিভিন্ন জঙ্গি সংগঠন।

Terror Alert: বাংলা সহ ৫ রাজ্যে নির্বিঘ্নে ঢুকছে পাকিস্তানি-চিনারা, নাশকতার আশঙ্কা

Advertisements

পিটিআই জানাচ্ছে, সীমান্ত সুরক্ষার বিষয়ে এক বৈঠকে ভারতের সশস্ত্র সীমা বল (SSB) ও নেপালের সশস্ত্র পুলিশ (APF) বৈঠকে অংশ নেয়। বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন এসএসবি ডিজি সুজয় লাল থাওসেন। নেপালের তরফে ছিলেন, সশস্ত্র পুলিশের আই জি রাজু আর্য। এই বৈঠকে স্থির হয়েছে, দুই দেশের সীমান্ত এলাকায় আসা যাওয়া ও বিভিন্ন বিষয়ে নিয়মিত তথ্য আদান প্রদান হবে। নেপালি ও ভারতীয় ছাড়া অন্য দেশের নাগরিকদের উপর কড়া নজর রাখা হবে।

আরও পড়ুন কী করে নেপাল ও উত্তরবঙ্গে জঙ্গি জাল ছড়িয়েছে আফগানিস্তানের শাসক তালিবান জঙ্গিরা।

তালিবান সরকারের অংশীদার হাক্কানি নেটওয়ার্ক সক্রিয় নেপাল থেকে উত্তরবঙ্গে

নেপালি সংবাদমাধ্যম ‘My Republica’ জানাচ্ছে, ভারতের তরফে অনুরোধ এসেছে নেপাল থাকা পাকিস্তান ও চিনের নাগরিকদের বিষয়ে তথ্য জানাতে। অভিযোগ, পাক ও চিনা নাগরিকরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে। নেপালের আসন্ন জাতীয় নির্বাচনের আগে সীমান্ত অনুপ্রবেশ কমাতে কড়াকড়ি শুরু হবে বলেই জানা যাচ্ছে।