Ranveer-Deepika: ভাঙছে রণবীর-দীপিকার বিয়ে, গুঞ্জন না সত্যি ?

বলি তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে (Ranveer-Deepika) নিয়ে এখন চর্চা তুঙ্গে নেটপাড়ার । বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেও…

Ranveer-Deepika

বলি তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে (Ranveer-Deepika) নিয়ে এখন চর্চা তুঙ্গে নেটপাড়ার । বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেও ফিল্মফেয়ারের মঞ্চে তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আপ্লুত হয়েছিলেন সিনেপ্রেমীরা।

তবে টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, সবটাই নাকি মেকি! রণবীর এবং দীপিকার সম্পর্কে নাকি বড়সড় ফাটল দেখা দিয়েছে। ক্রমশ সেই ফাটল চওড়া হচ্ছে বলে দাবি করছেন অনেকেই। দীপিকা পাড়ুকোনের অসুস্থতাকেও আতসকাচের নীচে রাখছেন অনেকেই। সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে অভিনেত্রীর অসুস্থতার বিষয়টি জড়িয়ে নেই তো? প্রশ্ন তুলছেন অনেকে । বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে।

   

এর মধ্যে আবার কাল বেঙ্গালুরু যাওয়ার সময় মুম্বই বিমানবন্দরে দীপিকার আঙুলে তাঁর বিয়ের আংটি ছিল অদৃশ্য। ফলে আগুনে ঘি পড়তে সময় লাগেনি। একই দিনে রণবীরকেও পাওয়া যায় মুম্বই বিমানবন্দরে। একেবারে গোলাপিবাবু হয়ে তিনি হাজির। কোথায় যাচ্ছে তা অবশ্য জানা যায়নি। তবে সকলের ধারণা তিনিও দীপিকার সঙ্গে সময় কাটাতে বেঙ্গালুরুই গিয়েছেন। এরই মাঝে সামনে এসেছে রণবীরের ইনস্টা পোস্ট। বিমানবন্দরে যে পোশাকে দেখা গিয়েছে তাতেই করেছেন ফটোশুট। যা তিনি নিজেই শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে রণবীর হার্ট ইমোজি দিয়ে ক্যাপশন দিয়েছেন।

২০১৮ সালে তাঁদের চার হাত এক হয়। যখন এই জুটিকে এক সঙ্গে কোথাও দেখা যায়, তাঁদের উজ্জ্বল উপস্থিতি চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু সম্প্রতি তাঁদের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছে। তবে সংবাদমাধ্যমকে রণবীর জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।