Malda: বড় গাছ থাকলে বাসটা পড়ত না…মালদায় মর্মান্তিক দুর্ঘটনায় পড়ুয়ারা মারাত্মক জখম

রাস্তার ধারে বড় বড় গাছ থাকলে বাসটা এভাবে নয়ানজুলিতে পড়ত না। আগে গাছ ছিল। মালদায় (Malda)  মর্মান্তিক দুর্ঘটনার পর ছড়িয়ে পড়ছে রাজ্য ও জাতীয় সড়কগুলির…

রাস্তার ধারে বড় বড় গাছ থাকলে বাসটা এভাবে নয়ানজুলিতে পড়ত না। আগে গাছ ছিল। মালদায় (Malda)  মর্মান্তিক দুর্ঘটনার পর ছড়িয়ে পড়ছে রাজ্য ও জাতীয় সড়কগুলির দুপাশে গাছ রাখার বার্তা। বিভিন্ন সংগঠন ও সমাজকর্মী পরিবেশকর্মীরা বলছেন, বড় গুঁড়িযুক্ত গাছ যেমন অক্সিজেন দেয় তেমনই গার্ড ওয়াল বা প্রাচীরের কাজ করে।

মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে রাস্তা থেকে বাস উল্টে নয়ানজুলিতে পড়ে গেছে। ৭২ জন পড়ুয়া ছিল বাসে। কেন্দ্রীয় বিদ্যালয়ের সরকারি স্কুল বাস সেটি।আহত একাধিক পড়ুয়া। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আহতদের ১২ জন পড়ুয়ার আঘাত গুরুতর।ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক পলাতক। ঘটনাস্থলে স্কুলের শিক্ষক, ম্যানেজমেন্টের কোনও প্রতিনিধি নেই। ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়াদের অভিভাবকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটো বাচ্চা রাস্তার মাঝে চলে এসেছিল। সেই দুটো বাচ্চাকে বাঁচাতে গিয়েই পাশ কাটিয়েছিলেন চালক। এর পরেই বাসটি উল্টে পড়ে নয়ানজুলিতে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে বড় গাছ কাটা হচ্ছে। গাছ থাকলে বাস খাদে উল্টে পড়ত না। তাঁরা আরও বলেছেন, অন্যান্য বছরগুলিতে এই নয়ানজুলিগুলিও জলে ভর্তি থাকে। ফলে বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা মিলেছে।