Coochbehar: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা

প্রবল উত্তেজনা কোচবিহারে (coochbehar)। আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramsnik) কনভয়। মন্ত্রী সুরক্ষিত থাকলেও দ্রুত এলাকা ছেড়েছেন বলেই খবর। হামলা হয়েছে দিনহাটার গোসানিমারিতে।…

প্রবল উত্তেজনা কোচবিহারে (coochbehar)। আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramsnik) কনভয়। মন্ত্রী সুরক্ষিত থাকলেও দ্রুত এলাকা ছেড়েছেন বলেই খবর।

হামলা হয়েছে দিনহাটার গোসানিমারিতে। এখানকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে অশান্তির অভিযোগ।

   

মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ অস্বীকার করেন। তিনি দোষ চাপিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যের উপর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে আক্রমণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগে আঙুল উঠেছে।

দিল্লি থেকে ফিরে এদিন কোচবিহারে গোসানিমারী মন্দিরে পুজো দিয়ে বিজেপির কর্মীসভায় যাচ্ছিলেন নিশীথ প্রামানিক। সিতাইতে দলীয় সভাতে তিনি যাওয়ার পথে শুরু হয় হামলা। অভিযোগ সিতাই যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় রুখে দেন দিনহাটার গোসানিমারির কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক। তারা বাঁশ নিয়ে তেড়ে আসেন বলে অভিযোগ। এর পরই এলাকার বিজেপি সমর্থকরা ছুটে আসেন মন্ত্রীকে রক্ষা করতে। দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়।

জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সুরক্ষাকর্মীরা কোনও রকমে নিশীথ প্রামানিককে সরিয়ে নিয়ে যান। কনভয়ের পিছনে তাড়া করেন তৃ়ণমূল সমর্থকরা।

নিশীথকে ঘিরে তৃণমূল ও বিজেপির পরস্পর হামলায় উত্তপ্ত এলাকা। এই ঘটনার জেরে কোচবিহার সরগরম। রাজনৈতিক উত্তাপ উত্তরবঙ্গ থেকে কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে প্রাথমিক রিপোর্ট গেছে। তিনি ঘটনার বিস্তারিত তথ্য চেয়েছেন বলেই খবর।

বি়ধানসভার উপনির্বাচনে কোচবিহার সহ গোটা রাজ্যে বড়সড় ধাক্কা খায় বিজেপি। এমনকি পুরভোটে শূন্য ফল পেয়েছে রাজ্যের বিরোধী দল। দিনহাটার উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ী হন তৃ়নমূলের উদয়ন গুহ। নিশীথের নেতৃত্বে ভোটে বিজেপির ভরাডুবি হয়। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার ক্রমশ গরম হচ্ছে।