লক্ষাধিক মূল্যের ব্রাউন সুগার সহ গ্রেফতার ১

মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার এসওজি এবং শিলিগুড়ি থানা উদ্ধার করে ৫৫ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার। সেইসঙ্গে…

brown sugar

মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার
এসওজি এবং শিলিগুড়ি থানা উদ্ধার করে ৫৫ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে একজন ব্যক্তিকেও।

ধৃতের নাম রাসিদুল হোসেন (২৮)। সে কোচবিহারের বাসিন্দা। পুলিশ ধৃতের কাছ থেকে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৫০০০০/ টাকা সহ একটি কালো রঙের ব্যাগ বাজেয়াপ্ত। নিষিদ্ধ মাদকের মূল্য ৫৫ লাখ টাকা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অভিযুক্ত ব্যক্তিকে শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড়ের কাছে গ্রেফতার করা হয় বলে খবর। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এনডিপিএস আইনের অধীনে নির্ধারিত প্রক্রিয়া মেনে তল্লাশি ও বাজেয়াপ্ত করা হয়।

ঘটনার বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, ‘আমরা শহরে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।’