Siliguri: ডেঙ্গুতে মৃত্যু শিলিগুড়ির সাফাই কর্মীর, প্রশ্নের মুখে তৃণমূল

শিলিগুড়ি (siliguri) মিউনিসিপাল কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী দিলীপ রাউতের ডেঙ্গুতে মৃত্যু হয়। আজ তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। সঙ্গে…

শিলিগুড়ি (siliguri) মিউনিসিপাল কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী দিলীপ রাউতের ডেঙ্গুতে মৃত্যু হয়। আজ তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাজু সাহা , অমিত জৈন , বিবেক সিং অমর ভগৎ , আদিত্য মোদক সহ অন্যান্য কার্যকরী বিজেপির নেতৃত্ব। 

এদিন বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। বিধায়ক তৃণমূলের দিকে তোপ দেগে বলেন,”এত মৃত্যুর পরেও পুরসভার হুশ ফিরছে না। মেয়র নিজেই উদ্বোধন এবং সম্বর্ধনা নিয়ে যাচ্ছেন। শিলিগুড়ির মোট ৪৭ টি ওয়ার্ডের অবস্থাই প্রচণ্ডভাবে নিম্নমানের হয়ে পড়ছে। ড্রেন পরিষ্কার করা হয় না,তেল এবং ধোয়ার কথা তো ছেড়েই দিলাম। এখন প্রতিটি ওয়ার্ডেই একই সমস্যা,অথচ কোন সমাধানের উদ্যেগ নেই। হাসপাতালে একই বেডে দুজন করে শুয়ে। এত লজ্জার পরিস্থিতি যে বলবার ভাষা নেই”।

বিজেপি বিধায়ক আরও বলেন, “বিজেপি‌ পুরবোর্ডে থাকলে এই পরিস্থিতি আসত না। কোন ওয়ার্ডেই পর্যাপ্ত সাফাই কর্মী নেই। এমন অবস্থা যে দিনের বেলাতেই মশার উপদ্রব চলছে”। বিজেপি বিধায়কের দাবি, মেয়র নিজেই খুজে পাচ্ছেন না কি করবেন। আমরা মেয়রের পদত্যাগ দাবী করছি। উনি না পারলে অন্তত দায়িত্ব ছেড়ে দিয়ে শিলিগুড়ির মানুষের উপকার করুন”।

এদিন বিধায়ক ২৮ নম্বর ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি জানান এরপরেও যদি তৃণমূলের হুশ না ফেরে তবে শিলিগুড়ির পরিস্থিতি সঙ্কটজনক হবে।