সংযোগ যাত্রায় (Sanjog Yatra) যোগ দিতে জেলায় আসছেন অভিষেক। ইতিমধ্যেই তার প্রস্তুতিতে নেমে পড়ল তৃণমূল (Trinamool)। গোসানিমারিতে অভিষেকের জনসভায় কমপক্ষে ৩৫ থেকে ৪০ হাজার লোকের সমাবেশ করার টার্গেট নিয়ে সিতাই বিধানসভা এলাকার অঞ্চল ও বুথ স্তরের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করলেন সিতাইয়ের বিধায়ক (MLA) জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
২৪, ২৫ ও ২৬ এপ্রিল কোচবিহার (Coochbehar) জেলাজুড়ে সংযোগ যাত্রা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। ২৫ এপ্রিল সিতাই বিধানসভার একাধিক এলাকায় সংযোগ যাত্রার পাশাপাশি গোসানিমারি হাইস্কুল মাঠে অভিষেকের জনসভা রয়েছে। সেই সভায় দলের বুথ ও অঞ্চল সভাপতিদের ৩৫ থেকে ৪০ হাজার লোকের জমায়েত করার হুইপ জারি করেন বিধায়ক।
এদিন সিতাই বিধানসভার ১৭ টি গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল ও বুথ সভাপতিদের নিয়ে সিতাই বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সহ সভানেত্রী সঙ্গীতা রায় বসুনিয়া, জেলা পরিষদের কর্মাধক্ষ নূর আলম হোসেন প্রমুখ।