Reliance Development League: গরমের জেরে বদলে গেল মোহন-ইস্ট ম্যাচের সময়

এই পরিস্থিতিতে ও রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের (Reliance Development League) ম্যাচ খেলতে নামতে হচ্ছে দল গুলিকে।

Players of ATK Mohun Bagan and East Bengal Football Club preparing for a match

গত মাসের মাঝামাঝি সময় থেকেই গরমের দাপট বাড়তে থাকে রাজ্য জুড়ে। সময় যত এগিয়েছে ততই পারদ চড়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলিতে। বর্তমানে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে ও রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের (Reliance Development League) ম্যাচ খেলতে নামতে হচ্ছে দল গুলিকে।

যা দেখে হতাশ আপামর ফুটবলপ্রেমী মানুষ। তাদের সকলেরই প্রশ্ন এত গরমের মধ্যে ও কেন দুপুর ৩ টে নাগাদ মাঠে নামানো হচ্ছে দল গুলিকে? সেই নিয়ে সোশ্যাল সাইটে নিজেদের ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় নেটাগরিকদের একাংশকে। এবার গরমের কথা মাথায় রেখে বদলানো হল ম্যাচের সময়।

ফেডারেশনের নয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের ম্যাচে পেছানো হচ্ছে ম্যাচের সময়। অর্থাৎ পুরোনো সূচি অনুযায়ী দুপুর ৩টের সময় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও এবার গরমের দিকে নজর রেখে বিকেল সওয়া চারটে নাগাদ শুরু হবে ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ। উল্লেখ্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টে শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে দুই শিবির।

এখনো পর্যন্ত যেমন অপরাজিত থেকেছে এটিকে মোহনবাগান ঠিক তেমনই জামশেদপুর ম্যাচে পরাজিত হতে হলেও পরের ম্যাচ জিতে ফের ছন্দে ফিরেছে লাল-হলুদ। পাশাপাশি এই টুর্নামেন্টে যতবার মুখোমুখি হয়েছে কলকাতার এই দুই প্রধান, ততবারই অমিমাংসিত থেকে গিয়েছে ম্যাচের ফলাফল। তবে এবার জয় ছিনিয়ে নিতে মরিয়া সকলেই।

উল্লেখ্য, এই ডেভলপমেন্ট লিগের গত মহামেডান স্পোটিং ক্লাবের মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। দুজনের কাছেই ধরাশায়ী হতে হয়েছে সাদা-কালো ব্রিগেড কে। এবার সেই ধারা বজায় রাখতেই কাল নৈহাটি স্টেডিয়ামে নামছে দুই শিবির।