Malda: মালদায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন

ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে ফের খুন। এবার মালদায়। রতুয়ায় পিটিয়ে খুন করা হলো কংগ্রেস কর্মীকে। তৃ়ণমূল কংগ্রেসের বিরুদ্ধেই খুনের অভিযোগ। তবে তা অস্বীকার করেছে টিএমসি।…

inc-president-election-controversy

ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে ফের খুন। এবার মালদায়। রতুয়ায় পিটিয়ে খুন করা হলো কংগ্রেস কর্মীকে। তৃ়ণমূল কংগ্রেসের বিরুদ্ধেই খুনের অভিযোগ। তবে তা অস্বীকার করেছে টিএমসি। রতুয়ায় তীব্র উত্তেজনা। রাজ্যে পঞ্চায়েত ভোটে নিহতের সংখ্যা বেড়ে হলো ৪৫ জন। 

জানা গিয়েছে, মালদার কংগ্রেসকর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ তোলা হয়েছে। নিহত কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক। পঞ্চায়েতের ফলাফলে তৃণমূলের জয়জয়কার। জয়ের পর কংগ্রেসকর্মীর বাড়ির সামনে বাজি ফাটায় তৃণমূল সমর্থকদের। বাজি ফাটানোর প্রতিবাদ করে ফটিকুল। এরপরই প্রতিবাদ করার জন্যে তাকে পিটিয়ে খুন করে তৃণমূলের সমর্থকরা, এমনটাও অভিযোগ করা হয়েছে।

   

ভোট গণনার পর এদিনই পরপর দুজন কংগ্রেস কর্মী খুন হলেন। মুর্শিদাবাদের সাগরদিঘিতে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনা ঘটে। তার পরই মালদার রতুয়া থেকে এলো আরও এক কংগ্রেস কর্মীর খুনের খবর। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এই দুটি জেলায় তৃণমূল কংগ্রেসকে বেগ দিয়েছে বাম কংগ্রেস জোট। 

রাজ্যে পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে গ্রাম বাংলার পরিস্থিতি। পঞ্চায়েতের মনোনয়নকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে রাজনৈতিক হিংসার ঘটনা। আসে মৃত্যুর খবর। ভাঙড় হয়ে ওঠে সংঘর্ষের হটস্পট। গত ৮ জুলাই শনিবার ছিল এক দফায় ২২ টি জেলার পঞ্চায়েত নির্বাচন। ভোট প্রক্রিয়ার আগে থেকেই শুরু হয় মৃত্যুমিছিল। পঞ্চায়েত পুনর্নির্বাচনের (১০ জুলাই) অব্যাহত থাকে সেই একই পরিস্থিতি। এবং গতকাল শুরু হয়েছে পঞ্চায়েত গণনা এবং তাতেও ফের ঝরেছে প্রাণ। গতকাল রাতে ফের উত্তপ্ত ভাঙড়, মৃত আরও ৩। আজ গণনার দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা ৪৫। মনোনয়ন এর শুরু থেকে আজ অবধি (গত ৩৫ দিনে) রাজ্যে ভোটের বলি ৪৫!