Prabhsukhan Singh Gill: তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করে ‘বিস্ফোরক’ প্রভসুখান

অবশেষে সমস্ত জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে লাল-হলুদের সঙ্গে যুক্ত হলেন কেরালা ব্লাস্টার্স দলের তরুণ গোলরক্ষক প্রভসুখান গিল (Prabhsukhan Singh Gill)।

Prabhsukhan Singh Gill

অবশেষে সমস্ত জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে লাল-হলুদের সঙ্গে যুক্ত হলেন কেরালা ব্লাস্টার্স দলের তরুণ গোলরক্ষক প্রভসুখান গিল (Prabhsukhan Singh Gill)। আগামী তিনটি মরশুমের জন্য এই তারকা কে নিজেদের দলে টেনেছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। যতদূর জানা গিয়েছে, ট্রান্সফার ফি এর পাশাপাশি তার পারিশ্রমিক মিলিয়ে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকার বিনিময়ে লাল-হলুদের জালে ধরা দিয়েছেন এই গোলরক্ষক।

গত ২০২১-২২ আইএসএল মরশুমে কেরালা দলের হয়েই গোল্ডেন গ্লাভস জিতেছিলেন বছর বাইশের এই ফুটবলার। তাই গত মরশুম শেষ হওয়ার পর থেকেই তাকে দলে পেতে অল আউট ঝাঁপিয়েছিল লাল-হলুদ। একটা সময় শোনা যাচ্ছিল কলকাতার এই ক্লাবে আসতে আদতে কোনো আপত্তি নেই এই ফুটবলারের। তবে ট্রান্সফার ফি বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল বারবার। অবশেষে সেই সমস্যা মিটতেই তড়িঘড়ি করে ঘোষণা করে দেওয়া হল তার সই করার কথা।

এই নয়া তারকার যুক্ত হওয়ার প্রসঙ্গে আজ ইমামি কর্তা সন্দীপ আগরওয়াল বলেন, নয়া মরশুমের জন্য শক্তিশালী স্কোয়াড গঠন করাই আমাদের মূল লক্ষ্য ছিল। সেইমতো খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা শুরু করে তাদের চূড়ান্ত করা হয়েছে। প্রভসুখান গিলের আগমন এক অন্যতম উদাহরণ। আমরা আশা করি অতীত অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আগামী দিনে লাল-হলুদ জার্সিতে সে যথেষ্ট সফল হবে। এবং আমাদের গোলকিপিং বিভাগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে দাঁড়াবে।

পাশাপাশি এই দলের সঙ্গে যুক্ত হয়ে প্রভসুখান নিজে বলেন, এই শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া আমার কাছে বিরাট সম্মানের। আমাকে এই ঐতিহ্যবাহী জার্সি পড়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমি এখানে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। মাঠে নিজের সেরাটা উজাড় করে দেব। তাছাড়া দলের সমর্থকদের উন্মাদনা মাঠের খেলোয়াড়দের ব্যাপক উৎসাহ দেবে।

উল্লেখ্য, গত ২০১৮ সালে এই লাল-হলুদ ব্রিগেডের বিপক্ষে খেলে গিয়েছিলেন প্রভসুখান গিল। সেবার ইন্ডিয়ান অ্যারোজের হয়ে দলের তিন কাঠি সামলে ছিলেন ১৭ বছরের এই তরুণ। তবে এবার তার প্রিয় লাল-হলুদ জার্সিতে মাঠে নামার সুযোগ এসে গিয়েছে। কেরালার সেই পারফরম্যান্স আদৌও কতটা ধরে রাখতে পারেন এখন সেটাই দেখার।