Juan Ferrando: দিমিত্রিয়সের চোট সম্পর্কে মুখ খুললেন হুয়ান

একাধিক চোট সমস্যায় ভুগছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohan Bagan Super Giants)। কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে সবুজ মেরুন শিবির। প্রথম একাদশের একাধিক ফুটবলার মাঠের…

Ferrando Discusses Dimitri Petratos

একাধিক চোট সমস্যায় ভুগছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohan Bagan Super Giants)। কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে সবুজ মেরুন শিবির। প্রথম একাদশের একাধিক ফুটবলার মাঠের বাইরে। দিমিত্রিয়স পেত্রাতসের মতো ফুটবলার মাঠে না থাকার পার্থক্য ভালোই বোঝা যাচ্ছে। মনভীর সিংও খেলতে পারছেন না। কবে ফিরবেন তারা? প্রশ্ন করা হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডোকে ৯Juan Ferrando)।

শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে বাগান। ম্যাচ শেষে প্রথাগত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো। খেলোয়াড়দের চোট প্রসঙ্গে তিনি বলেছেন, “পেশীতে চোট থাকলে আগাম কিছু বলা যায় না। দিমিত্রি ও মনবীরদের আমাদের মেডিক্যাল স্টাফ দেখছে। ওরা চেষ্টা করছে। কিন্তু এখনই কিছু বলা কঠিন। দিমির চোট প্রায় এক মাস হয়ে গিয়েছে।”

“মনভীর জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট নিয়ে ফিরেছে। ওর চোটটা অতটা গুরুতর নয় ঠিকই তবে সময় তো দিতেই হবে। এই অবস্থায় তাড়াহুড়ো না করাই ভাল। আনোয়ার, আশিকের খুব তাড়াতাড়ি মাঠে ফেরা কঠিন”, জানিয়েছেন বাগান কোচ।

AFC কাপে মোহন বাগান সুপার জায়ান্টের বিদায় প্রায় নিশ্চিত। এই পরিস্থিতিতে দলের ফোকাস এখন ইন্ডিয়ান সুপার লীগে। চলতি মাসে একাধিক ম্যাচ খেলতে হবে দলকে। চোট সমস্যা নিয়েই চলতে হবে কোচকে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া দলের জয়ের ধারা কতো দিন বজায় থাকে এখন সেটাই দেখার বিষয়।