Weather: মাঘ মাসে মেঘের গর্জন! কী বলছে হাওয়া মোরগ

Weather: বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা আবার কোথায় মাঝারি বৃষ্টি হয়েছে। কোথাও আবার বজ্রপাতও হয়েছে। এদিনও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর…

Weather: বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা আবার কোথায় মাঝারি বৃষ্টি হয়েছে। কোথাও আবার বজ্রপাতও হয়েছে। এদিনও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের ওপরে আসাতেই এই পরিস্থিতি। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হালকা বৃষ্টি হতে পারে। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ গন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে, তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি ও নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।