North Bengal: আচমকাই ভিজে যাচ্ছে ঘরের মেঝে, কিন্তু কেন?

North Bengal: শুকোচ্ছে না ঘর। বারংবার ভিজে যাচ্ছে ঘরের মেঝে। ফ্যান চালিয়ে রাখলেও শুকাচ্ছে না তা। এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিক তিন জেলায়।…

The floor of the house is suddenly getting wet, but why?

North Bengal: শুকোচ্ছে না ঘর। বারংবার ভিজে যাচ্ছে ঘরের মেঝে। ফ্যান চালিয়ে রাখলেও শুকাচ্ছে না তা। এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিক তিন জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গের এই তিন জেলার বাসিন্দারা দাবি করেছেন, আচমকাই তাদের ঘরের মেঝে স্যাঁতসেতে হয়ে উঠছে। ঝড় বৃষ্টি না থাকা সত্ত্বেও বারবার ভিজে যাচ্ছে ঘরের মেঝে।

ফ্যান চালিয়ে, ঘর মুছেও শোকানো যাচ্ছে না। আর এই ঘটনা আলাদা আলাদা দিনেই ঘটছে। আর এই ধরনের ঘটনায় বেশ চিন্তিত সেখানকার মানুষ। আর এই খবর রটে যেতেই গুজব ছড়িয়ে পড়েছে গোটা সোশাল মিডিয়ায়। বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে শুরু হয়েছে ঘূর্ণিঝড়। তার সঙ্গে চলছে বৃষ্টি। রোদ উঠছে তবে কড়া রোদ নয়। আর এর জন্যই মনে করা হচ্ছে বেশকিছু বাড়ির মেঝে ভিজে যাচ্ছে। বিশেষজ্ঞ মহল জানিয়েছে, এই বিষয়ের সঙ্গে অপ্রাকৃতিক কোনও বিষয়ে যোগাযোগ নেই।

তাপমাত্রা এবং আপেক্ষিক আদ্রতার তারতম্যের কারণে এই সমস্যা কখনও কখনও দেখা দেয়। বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছে, বাতাসের আপেক্ষিক আদ্রতা যদি আচমকা পরিবর্তন হয় সে ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ জলীয়বাষ্প জল কণায় পরিণত হওয়ার চেষ্টা করে। সেই সময় বাড়ির মেঝে ভিজে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এটি বৈজ্ঞানিক পদ্ধতি। এর জন্য গুজব রটানো কোনও মানে দাঁড়ায় না।