জ্যোতিষ বিজ্ঞাপনের জেরে মানুষের মধ্যে ছড়াচ্ছে বিভ্রান্তি, জনস্বার্থ মামলা দায়ের

টিভিতে বর্তমানে বিভিন্ন চ্যানেলে চোখ রাখলেই এক গুচ্ছের জ্যোতিষের বিজ্ঞাপনের দেখা মেলে। মানুষের জীবনের যে কোনো সমস্যার এক ঝটকায় সমাধান বের করে দিতে দেখা যায়…

high-court

টিভিতে বর্তমানে বিভিন্ন চ্যানেলে চোখ রাখলেই এক গুচ্ছের জ্যোতিষের বিজ্ঞাপনের দেখা মেলে। মানুষের জীবনের যে কোনো সমস্যার এক ঝটকায় সমাধান বের করে দিতে দেখা যায় কিছু জ্যোতিষকে।

শুধু এখানেই শেষ নয়, এই বিজ্ঞাপনগুলিতে দাবি করা হচ্ছে যে ভয়ঙ্কর থেকে ভয়ংকরতম রোগের নিরাময় সম্ভব জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে। এ নিয়ে মহারাষ্ট্র (Maharashtra) এবং কর্নাটকে (Karnataka) আইন থাকলেও পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা আটকাতে কোনও আইন নেই। অনেক সময় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও উঠেছে। ফলে এবার বিভিন্ন audio-visual চ্যানেলে এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং এধরণের জিনিস ঠেকাতে আইন পাসের দাবি নিয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

আগামী ৪ জুলাই এই মামলার শুনানি হবে বলে খবর।