JU: যাদবপুরে অধ্যাপকদের কলার ধরে শিক্ষার হুমকি তৃণমূল ছাত্র নেতার

ভাইরাল অডিও ক্লিপে এক ছাত্র নেতাকে অধ্যাপকদের কলার ধরে শিক্ষা দেবার হুমকি দিতে শোনা যাচ্ছে। অভিযুক্ত ছাত্র নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) তৃণমূল ছাত্র পরিষদ…

jadavpur university campus

ভাইরাল অডিও ক্লিপে এক ছাত্র নেতাকে অধ্যাপকদের কলার ধরে শিক্ষা দেবার হুমকি দিতে শোনা যাচ্ছে। অভিযুক্ত ছাত্র নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সভাপতি। তার নাম সঞ্জীব প্রামানিক।

এই ঘটনায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে নিগ্রহ করার ভিডিও রেশ টেনে ফের বিতর্ক শুরু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ক্ষোভ দানা বাঁধছে।

কলকাতা ২৪x৭ এই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি। এতে টিএমসিপি ছাত্র নেতা সঞ্জীব প্রামাণিক বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার যে কোনও শিক্ষকের কলার ধরার ক্ষমতা রাখি আমি। সঞ্জীব প্রামাণিক ছাড়া আর কারও সেই সাহস নেই। আমার অওকাত এখানে উপস্থিত অনেকেরই জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জিৎ ভট্টাচার্য জানান, ওই অডিয়োটির সত্যতা যাচাই করতে হবে। অডিও যে তার সেটা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ছাত্র নেতা। সঞ্জীবের দাবি, এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সে জানায়,কোনও অভ্যন্তরীণ বৈঠকে হয়ত এসব কথা বলা হয়েছিল। এটা বাইরে যাওয়ার কথা নয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি ছাগলের তৃতীয় সন্তান হয়ে রয়েছে বলে ক্ষোভ সঞ্জীব প্রামাণিকের। তার দাবি, আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ এখানে ছাত্র সংসদ গঠন করবে।

জুটার দাবি, সদস্যদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপচার্য কিংবা শিক্ষকদের হুমকি দিতে দেখা যাচ্ছে। যাদবপুরেও কি এই সংস্কৃতির আমদানি হল, প্রশ্ন তুলেছে জুটা। জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় সদস্যদের উদ্দেশে লেখা এক আবেদনে বলেন, গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যা ছাত্র-শিক্ষক সম্পর্ককে কলুষিত করছে। সম্প্রতি একটি অডিয়োতে এক তৃণমূল ছাত্রনেতাকে শিক্ষকদের, বিশেষত জুটার সদস্যদের কলার ধরার কথা বলতে শোনা গিয়েছে।

অভিযোগ, যাদবপুরের ছাত্র ও শিক্ষকরা বিভিন্ন সময়ে নানা ইস্যুতে প্রতিবাদ করেন। সেই প্রতিবাদ স্তব্ধ করার জন্যই এসব চলছে।