TMC: অন্যভাবে ভাবতে হবে… বিদ্রোহী করিম চৌধুরীর বার্তায় দলত্যাগ ইঙ্গিত

তৃণমূল কংগ্রেসের (TMC) একমাত্র বিধায়ক যিনি সরাসরি বলেছেন আমি বিদ্রোহী। ইসলামপুরের  বিধায়ক আবদুল করিম চৌধুরীর (Abdul Karim Chowdhury)  এবার বার্তা মনে হয় তৃণমূলের আর আমাকে…

তৃণমূল কংগ্রেসের (TMC) একমাত্র বিধায়ক যিনি সরাসরি বলেছেন আমি বিদ্রোহী। ইসলামপুরের  বিধায়ক আবদুল করিম চৌধুরীর (Abdul Karim Chowdhury)  এবার বার্তা মনে হয় তৃণমূলের আর আমাকে দরকার নেই। অন্যভাবে ভাবতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দলীয় সাংগঠনিক সভা বয়কট করার পর বিধায়কের বার্তায় সরগরম জেলা।

বিধায়ক আবদুল করিম চৌধুরী কি তাঁর পুরনো দল কংগ্রেসে ফিরবেন নাকি তিনি বিজেপিতে যাবেন এমন প্রশ্ন উঠছে। তৃণমূল ত্যাগের বিষয়টি তিনি ঘনিষ্ঠ মহলে আলোচনা করেছেন বলেই জানা যাচ্ছে। এদিকে বিধায়ককে ঠাণ্ডা করতে তাঁর সাথে বিশেষ বৈঠক করতে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছে তৃণমূল হাইকমান্ড। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলবেন আবদুল করিম চৌধুরীর সাথে।

   

দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দলের সাংগঠনিক বৈঠকে আবদুল করিম চৌধুরীর ক্ষোভের বিষয়টি নিয়ে আলোচনা করেন। জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালকে বলেন সমস্যা মেটাতে।

আবদুল করিম চৌধুরী বিদ্রোহে অনড়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বয়কট করেই চলেছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক ইতিমধ্যেই তাঁর গোষ্ঠির শক্তি দেখিয়ে দলেরই জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরব। বিধায়কের দাবি,তিনি দলে গুরুত্ব পাচ্ছেন না। এমনকি দলীয় কর্নী খুনের ঘটনায় যে অভিযোগ করেছেন তা দলগতভাবে খতিয়ে দেখা হয়নি। সবমিলে উত্তর দিনাজপুর জেলায় চরম বিড়ম্বিত তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার জেলার সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আমন্ত্রণ সত্ত্বেও যোগ দেননি আবদুল করিম চৌধুরী। গত ৩০ এপ্রিল ইসলামপুরে অনুষ্ঠিত নবজোয়ার কর্মসূচিতেও বিধায়ক অনুপস্থিত ছিলেন।