Jalpaiguri: তৃণমূল পরিচালিত পুরসভায় লক্ষ লক্ষ টাকার তছরুপের সন্ধান

রাজ্য জুড়ে চলছে দুর্নীতির খেলা। জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভায় পুকুর চুরি হয়েছে! বিপুল পরিমাণ আর্থিক তছরুপের অভিযোগ উঠল। জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে মোট ৮১ লক্ষ…

Jalpaiguri municipality

রাজ্য জুড়ে চলছে দুর্নীতির খেলা। জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভায় পুকুর চুরি হয়েছে! বিপুল পরিমাণ আর্থিক তছরুপের অভিযোগ উঠল। জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে মোট ৮১ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ির চেয়ারম্যান।

অভিযুক্ত পলাতক। জলপাইগুড়ি পুরসভা থেকে সদ্য অবসর নেওয়া প্রাক্তন অফিসার সহ ১১ জনের বিরুদ্ধে হয়েছে এফআইআর। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

   

জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, পেনশন গ্রাহক নন, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। তদন্তে ৮১ লক্ষ টাকা তছরুপের প্রমাণ মিলেছে। মূল অভিযুক্ত, তার স্ত্রী, তাঁর ছেলে সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ হয়। যারা জড়িত তাঁরা ধরা পড়বেন।

এই ঘটনায় কটাক্ষ করে বিজেপি। দাবি জানিয়েছে কোর্টের মাধ্যমে তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক। টাকার ভাগের সঠিক তদন্ত হলে পুরসভার অনেক রাঘব বোয়াল জেলের ভাত খাবে। সিপিআইএমের দাবি, পুরসভার দুর্নীতির খতিয়ান আসা সবে শুরু। তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক আঁতাত সর্বত্র।