Eid: আরব দুনিয়ায় সোমবার ঈদ অন্যত্র মঙ্গলে

পবিত্র রমজান শেষ। আরব দুনিয়ার দেশগুলিতে সোমবার ঈদ (Eid) পালিত হবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর সংবাদ মাধ্যম জানাচ্ছে এই খবর। বিবিসির খবর, সৌদি…

Eid 2022 kokkata24x7

পবিত্র রমজান শেষ। আরব দুনিয়ার দেশগুলিতে সোমবার ঈদ (Eid) পালিত হবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর সংবাদ মাধ্যম জানাচ্ছে এই খবর।

বিবিসির খবর, সৌদি আরব সহ বিশ্বের অধিকাংশ মুসলিম ধর্মাবলম্বী দেশেই সোমবার পালিত হতে যাচ্ছে ঈদ উল ফিতর।

তবে সোমবার আরব দুনিয়ার দেশগুলিতে ঈদ পালিত হলেও সময় পরিবর্তন অনুসারে ও চাঁদ দেখার নিয়ম অনুযায়ী দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, বাংলাদেশে মঙ্গলবার ঈদ উল ফিতর।

দিনপঞ্জি ও সময় তারিখ পরিবর্তন ধরে দক্ষিণ এশিয়ায় সোমবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার সারাদেশে ঈদ উদযাপিত হবে। রমজান সম্পন্ন হতে চলেছে। ভারতের সময় অনুসারে রবিবার ২৯ তম রোজা। এর পর রমজানের চাঁদ দেখা গেলে  সোমবার চাঁদ রাত এবং মঙ্গলবার ঈদ উদযাপিত হবে। 

এদিকে ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের বাজার সরগরম। প্রবল গরম ও দাবদাহের মাঝে কেনাকাটা চলছিল। কালবৈশাখী ও বৃষ্টির একটু স্বস্তি এসেছে। তাতে বাজার আরও জমজমাট।

কলকাতার পার্কস্ট্রিট, নিউ মার্কেট, হাতিবাগান থেকে শুরু করে বিভিন্ন মলে কেনা কাটা তুঙ্গে। জেলা শহরগুলির বাজারও সরগরম।

করোনা বিধিনিষেধ নেই। ফলে ভিড় বেড়েছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিষের দামে আগুন। তবুও উৎসবের আনন্দ নিতে যার যেমন সাধ্য তেমনই কেনাকাটি করছেন।