একাধিক রাজ্যে তল্লাশি অভিযান এনআইএ-র

রবিবার দেশের একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। জঙ্গি সংগঠন আইএসআইএস-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রবিবার দেশের ৬টি রাজ্যের ১৩টি জেলার…

রবিবার দেশের একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। জঙ্গি সংগঠন আইএসআইএস-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রবিবার দেশের ৬টি রাজ্যের ১৩টি জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

সূত্রের খবর, অভিযানকালে বেশ কিছু অপরাধমূলক নথি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। শীঘ্রই এই মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে ২০২২ সালের ২৫ জুন ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা এবং ১৫৩বি এবং ইউএ (পি) আইনের ১৮, ১৮বি, ৩৮, ৩৯ ও ৪০ ধারায় একটি মামলা দায়ের করে এনআইএ।

মধ্যপ্রদেশের ভোপাল ও রাইসেন জেলা, গুজরাটের ভারুচ, সুরাট, নভসারি ও আহমেদাবাদ জেলা, বিহারের আরারিয়া জেলা, কোলাপুরের কর্ণাটকের ভটকল ও টুমকুর জেলা এবং মহারাষ্ট্রের নান্দেদ জেলা এবং উত্তর প্রদেশের দেওবন্দ জেলা সহ ৬টি রাজ্যে আইএসআইএস-এর সঙ্গে যুক্ত ১৩টি রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। এই সমস্ত জেলাই আইএসের কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ এনআইএ আরও জানতে পেরেছে, এই ষড়যন্ত্রের জেরেই সোশ্যাল সাইটের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে জঙ্গি সংগঠন আইএসআইএস-এ নিয়োগ করা হচ্ছে।