শুক্রবার সকাল থেকে ভোট শুরু হতেই উত্তেজনা ছড়ালো দিকে দিকে। বিশেষ করে শিরোনামে উঠে এসেছে কোচবিহার জেলা। এবার কিনা বিজেপি (BJP)-র পোলিং এজেন্টকে ‘অপহরণ’ করার অভিযোগ উঠল। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।
অন্যদিকে এই ঘটনায় এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কোচবিহারের শীতলকুচিতে BJP-র পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে এদিন। ২২১ নম্বর বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণের অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। যদিও সমগ্র বিষয়টি অস্বীকার করেছে শাসক দল। অন্যান্য জায়গার পাশাপাশি কোচবিহারেও আজ সকাল থেকে প্রথম দফার লোকসভা ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে মোট বুথ ২ হাজার ৮৩টি। এছাড়া স্পর্শকাত্র বুথের সংখ্যা ১৯৬টি।
ভোটকে কেন্দ্র করে কোচবিহার জেয়ায় ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, প্রায় ১১ হাজার রাজ্য পুলিশকেও মোতায়েন করা হয়েছে বলে খবর।