Lok Sabha Election 2024: জলপাইগুড়িতে বিজেপির বুথ অফিস পোড়ানোর অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল

ভোট (Lok Sabha Election 2024) শুরু হতেই উত্তেজনা জলপাইগুড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ির সিপাইপাড়া এলাকায় বিজেপির বুথ অফিস পোড়ানোর অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে…

bjp office

ভোট (Lok Sabha Election 2024) শুরু হতেই উত্তেজনা জলপাইগুড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ির সিপাইপাড়া এলাকায় বিজেপির বুথ অফিস পোড়ানোর অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে বুথ অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এর ফলে দলীয় পতাকা, ব্যানার পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা ঘটনার কথা বিজেপি বিধায়ককে জানানো হয়েছে।

এলাকার এক বিজেপি কর্মী বলেন, বৃহস্পতিবার রাতে বুথ অফিসে ভোটের কাজকর্ম নিয়ে আলোচনার পর রাত ৯টা নাগাদ বাড়ি চলে যাই। ভোরবেলা এসে দেখি আমাদের বুথ অফিস পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে বুথ অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। প্রশাসনকে সমস্ত কিছু জানিয়েছি।

এদিকে কোচবিহারে আবার তৃণমূলের ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোডালি-১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় তাদের ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে।

আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার আসনে ভোট হচ্ছে। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্বাচন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই তিনটি কেন্দ্রের জন্য মোট ২৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই তিন কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন মোট ১০ হাজার কর্মী মোতায়েন করেছে।