Birbhum: মমতার প্রিয় কেষ্টকে গ্রেফতার করল CBI

চোখের সামনে সবাই দেখলেন ভয় তৈরি করা রাজনীতির কুশীলব অনুব্রত মণ্ডল কেমন কুঁকড়ে গেছে। সিবিআই তাকে গ্রেফতার করল। তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি এখন সিবিআই…

চোখের সামনে সবাই দেখলেন ভয় তৈরি করা রাজনীতির কুশীলব অনুব্রত মণ্ডল কেমন কুঁকড়ে গেছে। সিবিআই তাকে গ্রেফতার করল। তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি এখন সিবিআই জালে।

বৃহস্পতিবার সাত সকালে অনুব্রতর গড়ে সিবিআই। গরু পাচারকাণ্ডে একাধিকবার সিবিআই-এর হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এমনকি তাঁর বাড়িতে সিবিআই নোটিস ঝুলিয়ে এলেও কাজের কাজ কিছু হয়নি। এরই মাঝে এদিন কেষ্টর বোলপুরের বাড়িতে হানা দিলেন এক ঝাঁক সিবিআই আধিকারিক। সঙ্গে রয়েছে বিশাল সিআরপিএফ বাহিনী। 

গোরু পাচারকাণ্ডে বীরভুম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই৷ আজই তাকে কলকাতায় আনার বন্দোবস্ত করা হচ্ছে৷

সূত্রের খবর, দুটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই৷ একেবারে বাড়ি জুড়ে চলছে চিরুনি তল্লাশি। আরও একটি টিম অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে।

বৃহস্পতিবার সকালেই বিরাট কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে উপস্থিত হয় সিবিআইয়ের আট জনের প্রতিনিধি দল। সঙ্গে উপস্থিত শতাধিক কেন্দ্রীয় বাহিনী৷ শুরুতেই কেষ্টর নাগাল পাচ্ছিলেন না সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, বাড়ির ভিতরে প্রবেশ করলেও অনুব্রত মণ্ডলের অফিসে অপেক্ষা করতে হয়ে তাঁদের। এরপর দোতলায় উঠে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

সিবিআই সূত্রে খবর, এদিন আদালতের নির্দেশ নিয়েই সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন৷ গোরু পাচার মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে যে সমস্ত তথ্য সিবিআই আধিকারিকরা পেয়েছেন, তা সামনে রেখেই প্রশ্নের তালিকা নিয়ে উপস্থিত হয়েছে সিবিআই। সেই সমস্ত প্রশ্ন আজ জিজ্ঞাসা করা হবে অনুব্রতকে।

সিবিআই সূত্রে খবর, কিছু দিন আগেই গরু পাচারকান্ডে আসানসোল বিশেষ আদালতে ৪১ পাতার চার্জশিট জমা দেয় সিবিআই৷ সেখানেও উল্লেখ ছিল অনুব্রত মণ্ডলের নাম। সোমবার ও বুধবার অনুব্রত হাজিরা এড়িয়ে যাওয়ার পর তাঁর বাড়িতে উপস্থিত হয়েছে সিবিআই আধিকারিকরা৷

বাড়ির ভিতরে প্রবেশ করে তালাবন্ধ করে দেয় সিবিআই আধিকারিকরা৷ বাড়ির সমস্ত সদস্যদের ফোন নিয়েছে সিবিআই। বাড়ির ভিতর ও বাইরে যাতায়তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলত আজই তাঁকে কলকাতায় আনা হতে পারে৷ এই সম্ভাবনা জোরালো হয়েছে।