পণ্য বোঝাই ট্রাক চালিয়ে ভারত থেকে বাংলাদেশের মাটিতে প্রথম মহিলা লরি-চালক

কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে I তাই বলে এও সম্ভব । এবার পণ্য বোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বাংলাদেশে গেলেন মহিলা ট্রাক চালক…

Bangladesh

কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে I তাই বলে এও সম্ভব । এবার পণ্য বোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বাংলাদেশে গেলেন মহিলা ট্রাক চালক I রবিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশের বেনাপোলে গেলেন প্রথম ভারতীয় মহিলা ট্রাক চালক অর্ণ পুরনী রাজকুমার I

অর্ণ পুরনী রাজকুমার দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। এদিন সকাল ১০ নাগাদ পণ্য বোঝাই ট্রাকটি পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে মহিলা ট্রাক চালক অর্ণ পুরনী। এই বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোশিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, চলতি বছর ১৯শে মার্চ পেট্রাপোলে ভারত সরকারের অর্থ মন্ত্রকের সদস্য রেখা রায়কর কুমার জেন্ডার ইস্যু নিয়ে বলেন, পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাতে যেতে পারে । সে দিকে নজর দিতে হবে।

সেই মতোই এদিন প্রথম ভারতীয় মহিলা ট্রাক চালক ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে পারি দিলেন বাংলাদেশের মাটিতে । কার্তিক বাবু আরও বলেন , আন্তর্জাতিক সীমান্তে মহিলা ট্রাক চালকদের বিশেষ নিরাপত্তাও দেওয়া হবে বলে জানানো হয়েছে ভারত সরকারের তরফে।