গত ৫ বছরে যা যা খেয়েছেন হিসেব দিয়ে ভোটে দাঁড়াবেন: উদয়ন গুহ

Udayan Guha

তৃ়ণমূল কংগ্রেস (TMC) থেকে টিকিট না পেয়ে যারা নির্দল হয়ে ভোটে দাঁড়াবেন তাদের জন্য কড়া বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী (Udayan Guha) উদয়ন গুহ। তিনি বলেন, গত ৫ বছরে যা যা খেয়েছেন, দলকে তার হিসেব দিয়ে ভোটে দাঁড়াবেন। নইলে ছাড়া হবে না।

রবিবার কোচবিহারে তৃণমূলের একাধিক সাংগঠনিক সভা হয়। তৃণমূলের সভা থেকে দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এও জানিয়েছেন, ‘পঞ্চায়েতে বিজেপি প্রার্থী দিতে পারলে, স্হানীয় নেতাদের পরের বার মঞ্চে জায়গা হবে না।’

   

দিনহাটা ২ ব্লকের বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের একাধিক এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। কোনও প্রকাশ্য বিদ্রোহ দল যে বরদাস্ত করবে না বলেছেন উদয়ন গুহ।

তিনি বলেন, দলীয় কর্মীরা একযোগে চললে ও দলের নির্দেশ মেনে কাজ করলে কোনও রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা নেই। আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরী করলে তৃনমুল কংগ্রেসের কর্মীদের পালটা উত্তর দেওয়ার নিদানও দিয়েছেন উদয়ন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন