Abhishek Banerjee Confident: অভিষেকের আত্মবিশ্বাসে ৪২টি আসন টার্গেট তৃণমূলের

বাংলায় বিজেপির জন্য ৩৫ আসনের টার্গেট বেঁধেছেন অমিত শাহ। পালটা রাজ্যের শাসকদল ২০২৪ লোকসভায় ৩৫ ছাপিয়ে ৪০ আসন টার্গেট করে লড়াইয়ে নামছে। এমনটাই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

TMC Leader Abhishek Banerjee Addresses the Media Regarding the Recruitment Corruption Case

বাংলায় বিজেপির জন্য ৩৫ আসনের টার্গেট বেঁধেছেন অমিত শাহ। পালটা রাজ্যের শাসকদল ২০২৪ লোকসভায় ৩৫ ছাপিয়ে ৪০ আসন টার্গেট করে লড়াইয়ে নামছে। এমনটাই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন,”আগামী দিনে রাজ্যে ৪০ আসনের টার্গেট নিয়ে আমাদের ঝাঁপাতে হবে।” তৃণমূলের আসন সংখ্যা না বাড়লে বাংলার মানুষই বঞ্চনার শিকার হবেন।

অভিষেকের কথায়,”একটা আসন কমলে তৃণমূলের কিছু যায় আসে না। কিন্তু তৃণমূলের আসন কমলে বাংলার মানুষ বঞ্চিত-লাঞ্ছিত হবে। তাই আগামী দিনে আমাদের ৪০ আসনের লক্ষ্যে ঝাঁপাতে হবে। এই মুর্শিদাবাদ জেলায় তিনে তিন করতে হবে।”

অভিষেক বুঝিয়েছেন, ভোট ভাগাভাগিতে আখেরে ক্ষতি মানুষেরই। তৃণমূলের আসন কমে গেলে বঞ্চিত হতে হবে জনতাকে। সোজাসুজি অভিষেক বলে দিলেন, কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ মানুষের নিজেদের বিপদ ডেকে আনা।

উল্লেখ্য, তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। উত্তরবঙ্গে তাঁর কর্মসূচিতে সাড়া মিলেছে। মালদহ-মুর্শিদাবাদে তৃণমূলের কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল চোখ ধাধিয়ে দেওয়ার মতো। জনতার এই সমর্থন অভিষেকের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

সেই আত্মবিশ্বাস থেকেই বাংলার সর্বকালের রেকর্ড ভেঙে ৪২টির মধ্যে ৪০টি আসনকে টার্গেট করছেন। এর আগে ২০১৪ লোকসভা নির্বাচনে রাজ্যে ৩৪টি আসন জিতেছিল তৃণমূল।