S Jaishankar: পাক-অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়ার দাবি এস জয়শংকরের

গোয়ায় শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছিলেন কিন জ্যাং। কিন্তু সেখান থেকেই দুদিনের সফরে পাকিস্তানে কিন৷ সেখানে পাক প্রশাসনের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করলেন চিনের বিদেশমন্ত্রী কিন জ্যাং। নতুন করে কাশ্মীর ইস্যু সমাধানের দাবিও তুললেন যৌথ বিবৃতিতে।

S Jaishankar Demands Vacating Pakistan-Occupied Kashmir: Latest Developments

গোয়ায় শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছিলেন কিন জ্যাং। কিন্তু সেখান থেকেই দুদিনের সফরে পাকিস্তানে কিন৷ সেখানে পাক প্রশাসনের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করলেন চিনের বিদেশমন্ত্রী কিন জ্যাং। নতুন করে কাশ্মীর ইস্যু সমাধানের দাবিও তুললেন যৌথ বিবৃতিতে।

এসসিও সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারিকে একহাত নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Indian Foreign Minister S Jaishankar)। সরাসরি পাকিস্তানকে তুলোধোনা করেন তিনি।

এস জয়শংকর বলেন, ‘বিলাওয়াল ভুট্টো জরদারি এসসিও সদস্য দেশের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন। এটা বহুআঙ্গিক কূটনীতির অংশ মাত্র। এর চাইতে বেশি কিছু বলে আমরা মনে করি না। বিলাওয়াল সন্ত্রাস জগতের পৃষ্ঠপোষক ও মুখপাত্র।’

   

সন্ত্রাস ও কথাবার্তা যে একসঙ্গে চলতে পারে না, সেই কথাও জোরের সঙ্গে জানিয়ে দিয়েছেন জয়শংকর। পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়ারও দাবি জানান তিনি।

এরপরই শনিবার পাকিস্তানে গিয়ে বিলাওয়াল ভুট্টো জরদারির সঙ্গে চিনের বিদেশমন্ত্রী জরুরি বৈঠক করলেন। এটাই তাঁর প্রথম পাক সফর। অবশ্য তিনি জয়শংকরের সঙ্গেও বৈঠক করেছেন। কিন্তু এরপরই তড়িঘড়ি পাক সফরে গেলেন তিনি।

এরপরই দুই দেশ যৌথ বিবৃতি দিয়ে জানিয়ে দিল, কাশ্মীর ইস্যুর সমাধান হোক রাষ্ট্রসংঘের রেজোলিউশন নিয়ে। এই বিবৃতি থেকে পরিষ্কার, করে নতুন করে এই ইস্যু তুলে ভারতকে চাপে রাখার কৌশলই নিতে চাইছে তারা।