Rahul Gandhi: গণতান্ত্রিক ভারত এখন অলীক, রাহুলের সমর্থনে অভিষেক

মোদী বিরোধী লড়াইয়ে একই অভিমুখে দুই পথ অনুসরণ করলেও রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee)।

Abhishek Banerjee and Rahul Gandhi at a political rally

মোদী বিরোধী লড়াইয়ে একই অভিমুখে দুই পথ অনুসরণ করলেও রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee)। ট্যুইট করে অভিষেকের বার্তা, গণতান্ত্রিক ভারত এখন অলীক। যা নিয়ে রাজনৈতিক মহলে ফের শোরগোল পড়ে গেছে।

উল্লেখ্য, মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ যার জেরে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছে বলে জানা গেছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টিও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। এর ফলে ৬ বছর কোনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তাঁরা৷

রাহুলের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়ে গর্জে উঠেছে বিরোধীরা। একযোগে সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। যেভাবে মাত্র একদিনের মাথায় রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করে দেওয়া হল, তাতে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে বিভিন্ন মহলে।