Coochbehar: উত্তরবঙ্গে ইকনমিক করিডর করছি, প্রচুর চাকরি হবে: মুখ্যমন্ত্রী

কোচবিহারে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের চান্দামারি প্রাণনাথ হাই স্কুলের জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। কী বললেন দেখে নিন। উত্তরবঙ্গে ইকনমিক করিডর করছি। প্রচুর চাকরি হবে।…

কোচবিহারে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের চান্দামারি প্রাণনাথ হাই স্কুলের জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। কী বললেন দেখে নিন।

  • উত্তরবঙ্গে ইকনমিক করিডর করছি। প্রচুর চাকরি হবে।
  • কী নন্দলাল? ১২০০ টাকার চাল ! আগে উজালা ফেরাও। মোদীকে আক্রমণে মমতা
  • বিজেপির মন্ত্রী খুন করিয়ে ঘুরে বেড়ায়। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণে মমতা।
  • পঞ্চায়েত হেরে গেলেও চিন্তা নেই আমাদের সরকারই থাকবে
  • যে বামফ্রন্ট একদিন গুলি করেছিল তাদের বিদায় দিন
  • এক দুই তিন বিজেপিকে বিদায় দিন
  • কোচবিহারে গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে। বিএসএফকে নিশানা মমতার
  • পঞ্চায়েত আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব

   

 

  • আমেরিকা, রাশিয়ায় গিয়ে টাকা নষ্ট করছেন। ইঙ্গিতে মোদীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
  • বকেয়া টাকা নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
  • লোকসভার ভোটে নতুন সরকার আনব
  • পঞ্চায়েত জিতে কেন্দ্র থেকে বরাদ্দ টাকা ছিনিয়ে আনব
  • পঞ্চায়েত ভোটে বরবার বিএসএফ কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
  • বিএসএফকে ভয় পাবেন না
  • বিএসএফ ভয় দেখালে আমাদের জানান বললেন মমতা

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আজ, সোমবার কোচবিহারে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের মুখ্যমন্ত্রীর প্রচার। রবিবার বিকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন কোচবিহারে। রাতে ছিলেন একটি হোটেলে।

সোমবার বেলা ১১টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি প্রাণনাথ হাই স্কুল মাঠে হবে জনসভা। পঞ্চায়েত নির্বাচনের প্রথম জনসভা মুখ্যমন্ত্রীর। প্রথম এই সভা থেকে কর্মীদের কী বার্তা দেন, তার দিকে তাকিয়ে বাংলার মানুষ। কোচবিহারের এবিএন শীল কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে তিনি যাবেন চান্দামারি সভামঞ্চে। সভা মঞ্চের পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড।

উল্লেখ্য এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সোমবার মুখ্যমন্ত্রীর সভা সেই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে আসন হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই এলাকাতেই জোর মুখ্যমন্ত্রীর। কোচবিহার থেকে জলপাইগুড়িতে যাবেন মুখ্যমন্ত্রী।